Hooghly News: একটি ফুটবল ম্যাচে ২৯ গোল! বাংলার বুকে ঘটে গেল অবাক কাণ্ড

Last Updated:

Hooghly News: হুগলি: 'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল'। ধন্যি মেয়ে সিনেমার এই গানটি যেন বাস্তবে রূপ নিয়েছিল বুধবার চুঁচুড়া ফুটবল গ্রাউন্ডে। এমএলএ কাপের খেলায় এত টানটান উত্তেজনা এর আগে চাক্ষুষ দর্শন করেনি কোন দর্শকই।

প্রতীকী চিত্র 
প্রতীকী চিত্র 
হুগলি: ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’। ধন্যি মেয়ে সিনেমার এই গানটি যেন বাস্তবে রূপ নিয়েছিল বুধবার চুঁচুড়া ফুটবল গ্রাউন্ডে। এমএলএ কাপের খেলায় এত টানটান উত্তেজনা এর আগে চাক্ষুষ দর্শন করেনি কোন দর্শকই। ঠিক যেন সিনেমার মতন টানটান উত্তেজনা ছিল খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত। বলা চলে ওই খেলায় গলের সংখ্যা ২৯ । এমনই খেলায় দেখতে মেতে উঠেছিল চুঁচুড়ার মানুষজন।
এমএলএ কাপের প্রথম দিনে খেলা ছিল চুঁচুড়া পেয়ারা বাগান বনাম উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডের। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। তারপরে টাইব্রেকার। তাতেও ফয়সালা না হওয়ায় সাডেন ডেথ। শেষমেশ মোট গোল হয়েছে ২৯টি! চুঁচুড়ার পেয়ারাবাগান কোচিং সেন্টারকে ১৫-১৪ ব্যবধানে হারায় উত্তরপাড়ার নেতাজি ব্রিগেড। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া ময়দানে এমএলএ কাপ ফুটবলে বুধবার টাইব্রেকার পর্ব টানটান উত্তেজনায় উপভোগ করলেন খেলোয়াড় থেকে দর্শক।
advertisement
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল পেয়ারাবাগান। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় উত্তরপাড়া ব্রিগেড। টাইব্রেকারে প্রথম ৫টি করে শটে দু’দলই ৩টি করে গোল করে। সাডেন ডেথে দু’দলেরই একের পর এক শট বিপক্ষের জালে জড়াতে থাকে। পেয়ারাবাগানের ১২ নম্বর গোলের বাইরে যেতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাজি ব্রিগেডের ফুটবলাররা।
advertisement
advertisement
হুগলি জেলা ক্রীড়া সংস্থার এক আধিকারিক জানান,”অনেক উত্তেজনাপূর্ণ সাডেন ডেথ দেখেছি। তবে এত গোল দেখিনি।” সব মিলিয়ে বুধবার এমএলএ কাপের এই ফুটবল ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে সমস্ত দর্শকদের কাছে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: একটি ফুটবল ম্যাচে ২৯ গোল! বাংলার বুকে ঘটে গেল অবাক কাণ্ড
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement