Hooghly News: একটি ফুটবল ম্যাচে ২৯ গোল! বাংলার বুকে ঘটে গেল অবাক কাণ্ড
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Hooghly News: হুগলি: 'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল'। ধন্যি মেয়ে সিনেমার এই গানটি যেন বাস্তবে রূপ নিয়েছিল বুধবার চুঁচুড়া ফুটবল গ্রাউন্ডে। এমএলএ কাপের খেলায় এত টানটান উত্তেজনা এর আগে চাক্ষুষ দর্শন করেনি কোন দর্শকই।
হুগলি: ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’। ধন্যি মেয়ে সিনেমার এই গানটি যেন বাস্তবে রূপ নিয়েছিল বুধবার চুঁচুড়া ফুটবল গ্রাউন্ডে। এমএলএ কাপের খেলায় এত টানটান উত্তেজনা এর আগে চাক্ষুষ দর্শন করেনি কোন দর্শকই। ঠিক যেন সিনেমার মতন টানটান উত্তেজনা ছিল খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত। বলা চলে ওই খেলায় গলের সংখ্যা ২৯ । এমনই খেলায় দেখতে মেতে উঠেছিল চুঁচুড়ার মানুষজন।
এমএলএ কাপের প্রথম দিনে খেলা ছিল চুঁচুড়া পেয়ারা বাগান বনাম উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডের। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। তারপরে টাইব্রেকার। তাতেও ফয়সালা না হওয়ায় সাডেন ডেথ। শেষমেশ মোট গোল হয়েছে ২৯টি! চুঁচুড়ার পেয়ারাবাগান কোচিং সেন্টারকে ১৫-১৪ ব্যবধানে হারায় উত্তরপাড়ার নেতাজি ব্রিগেড। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া ময়দানে এমএলএ কাপ ফুটবলে বুধবার টাইব্রেকার পর্ব টানটান উত্তেজনায় উপভোগ করলেন খেলোয়াড় থেকে দর্শক।
advertisement
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল পেয়ারাবাগান। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় উত্তরপাড়া ব্রিগেড। টাইব্রেকারে প্রথম ৫টি করে শটে দু’দলই ৩টি করে গোল করে। সাডেন ডেথে দু’দলেরই একের পর এক শট বিপক্ষের জালে জড়াতে থাকে। পেয়ারাবাগানের ১২ নম্বর গোলের বাইরে যেতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাজি ব্রিগেডের ফুটবলাররা।
advertisement
advertisement
হুগলি জেলা ক্রীড়া সংস্থার এক আধিকারিক জানান,”অনেক উত্তেজনাপূর্ণ সাডেন ডেথ দেখেছি। তবে এত গোল দেখিনি।” সব মিলিয়ে বুধবার এমএলএ কাপের এই ফুটবল ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে সমস্ত দর্শকদের কাছে।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 26, 2024 7:55 PM IST

