IND vs AUS: শুভমান গিল কেন বাদ পড়লেন বক্সিং ডে টেস্ট থেকে? অবশেষে জানা গেল কারণ!

Last Updated:
IND vs AUS 4th Test: ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশ বড় চমক দেয়। দলের অন্যতম সেরা ব্যাটার শুভমান গিলকে বাদ দিয়েই মাঠে নামে টিম ইন্ডিয়া।
1/7
ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশ বড় চমক দেয়।  দলের অন্যতম সেরা ব্যাটার শুভমান গিলকে বাদ দিয়েই মাঠে নামে টিম ইন্ডিয়া।
ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশ বড় চমক দেয়। দলের অন্যতম সেরা ব্যাটার শুভমান গিলকে বাদ দিয়েই মাঠে নামে টিম ইন্ডিয়া।
advertisement
2/7
গিলের জায়গায় দলে জায়গা পান ওয়াশিংটন সুন্দর। কিন্তু কি কারণে শুভমান গিলকে দল থেকে বাদ দেওয়া হল তা নিয়ে কৌতুহল ছিল ক্রিকেট প্রেমিদের মনে।
গিলের জায়গায় দলে জায়গা পান ওয়াশিংটন সুন্দর। কিন্তু কি কারণে শুভমান গিলকে দল থেকে বাদ দেওয়া হল তা নিয়ে কৌতুহল ছিল ক্রিকেট প্রেমিদের মনে।
advertisement
3/7
অবশেষে জানা গেল গিলের বাদ পড়ার কারন। তারকা ব্যাটার মেলবোর্নে  টিম কম্বিনেশনে ফিট হচ্ছিল লা বলে জানান ভারতীয় দলের সহকারি কোচ অভিষেক নায়ার।
অবশেষে জানা গেল গিলের বাদ পড়ার কারন। তারকা ব্যাটার মেলবোর্নে টিম কম্বিনেশনে ফিট হচ্ছিল লা বলে জানান ভারতীয় দলের সহকারি কোচ অভিষেক নায়ার।
advertisement
4/7
জানা যায়,  মেলবোর্নে দুই স্পিনারকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে ওয়াশিংটন সুন্দরকে দলে অন্তর্ভুক্ত করা হবে। গিল এই সফরে তেমন আহামরি পারফর্মও করতে পারেনি।
জানা যায়, মেলবোর্নে দুই স্পিনারকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে ওয়াশিংটন সুন্দরকে দলে অন্তর্ভুক্ত করা হবে। গিল এই সফরে তেমন আহামরি পারফর্মও করতে পারেনি।
advertisement
5/7
এই প্রসঙ্গে অভিষেক নায়ার বলেন,"পিচ দেখার পর, আমরা অনুভব করেছি যে ওয়াশিংটন জাদেজাকে সমর্থন করার জন্য উপযুক্ত হবেন। শুভমনের জন্য আমি দুঃখিত, কিন্তু সে এটা বুঝতে পেরেছে।"
এই প্রসঙ্গে অভিষেক নায়ার বলেন,"পিচ দেখার পর, আমরা অনুভব করেছি যে ওয়াশিংটন জাদেজাকে সমর্থন করার জন্য উপযুক্ত হবেন। শুভমনের জন্য আমি দুঃখিত, কিন্তু সে এটা বুঝতে পেরেছে।"
advertisement
6/7
এছাড়াও নায়ার  বলেন,"গিলকে কেন বসানে হয়েছে সেটা ও বুঝতে পেরেছে। তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি, শুধু তার জায়গায় খেলতে পারেননি।"
এছাড়াও নায়ার বলেন,"গিলকে কেন বসানে হয়েছে সেটা ও বুঝতে পেরেছে। তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি, শুধু তার জায়গায় খেলতে পারেননি।"
advertisement
7/7
তবে গিলের পরিবর্তে সুন্দরকে নেওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। কারণ ম্যাচের ৫২ ওভারের পর তাঁকে বোলিং করতে আনা হয়েছে। প্রথম দিন বল করেছেন মাত্র ১২ ওভার।
তবে গিলের পরিবর্তে সুন্দরকে নেওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। কারণ ম্যাচের ৫২ ওভারের পর তাঁকে বোলিং করতে আনা হয়েছে। প্রথম দিন বল করেছেন মাত্র ১২ ওভার।
advertisement
advertisement
advertisement