কুড়মুন গ্রামের মধ্যেই যেন তার আস্তানা গেড়েছিল পাখিটি। তবে হঠাৎই একটি বাড়ির বেড়াজালে আটকে পরে ময়ূরীটি। তার পরই স্থানীয় কয়েকজন পাখিটিকে উদ্ধার করে এবং বনদফতরের হাতে তুলে দেয়। স্থানীয় বাসিন্দা অপু মালিক এই বিষয়ে বলেন, “বনদফতরের কর্মীরা আগেও এসেছিলেন কিন্তু তখন ধরতে পারেনি। তবে এদিন ওই ময়ূরটা একটা লোকের বাড়ির বেড়াজালে আটকে যায়, কয়েকটা বাচ্চা ছেলে ওটাকে উদ্ধার করে বনদফতরে খবর দিলে তারা এসে ওটাকে উদ্ধার করে নিয়ে যায়।”
advertisement
পরবর্তীতে বনদফতরের কর্মীরা এসে ময়ূরীটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ময়ূরীটিকে দেখতে বহু স্থানীয় বাসিন্দা ভিড় জমিয়েছিলেন। বর্ধমান বনদফতরের কর্মী হারাধন বৈরাগীর কথায়, বন্যপ্রাণী দেখতে পেলেই সকলেরই উচিত স্থানীয় প্রশাসন অথবা বনদফতরকে জানানো। এই বিষয়ে তিনি আরও বলেন, “আমরা এসে এই ময়ূরীটিকে উদ্ধার করলাম এবং এটাকে বর্ধমান বনবিভাগে নিয়ে যাচ্ছি। মনে হয় দলছুট হয়ে যাওয়ার কারণেই গ্রামের মধ্যে এই ময়ূরীটিকে দেখা যাচ্ছিল।”
প্রসঙ্গত এর আগেও এই গ্রামে ময়ূর দেখা গিয়েছিল। সেটাকেও বনদফতরের তরফ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এরপর আবারও একই ঘটনা ঘটল। বনদফতরের তরফ থেকে ময়ূরীটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট স্বস্তি পেয়েছেন এলাকাবাসী।