Dadwash Jyotirlinga: ঘরের পাশেই কলকাতার কাছেই একসঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ! হাতে মাত্র আধবেলা থাকলে চৈত্র মাসেই পুণ্য অর্জনের জন্য আসুন এখানে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Dadwash Jyotirlinga:এখানেই রয়েছে পঞ্চশিরের শিব মূর্তি। বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে এলে মিলবে একত্রে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন! দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দির দর্শনে
রাকেশ মাইতি, হাওড়া: সাড়া দেশ জুড়েই বহু মন্দির রয়েছে মহাদেবের। আর তারই মধ্যে অন্যতম জাগ্রত শিব হলেন বঙ্গেশ্বর শিব। এখানে এলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একত্রে দেখা মিলবে | অনেক সময় ইচ্ছা থাকলেও নানা করণে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখার সুযোগ হয়ে ওঠে না | হাতে অল্প সময় থাকলে, হাওড়ায় বাঁধাঘাট সংলগ্ন বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে এলেই আপনি দেখতে পাবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। প্রতিদিন এখানে অসংখ্য মানুষ এসে ভিড় জমাচ্ছেন।
১২ টি জ্যোতির্লিঙ্গ হল, রামেশ্বরম যা তামিলনাড়ুতে অবস্থিত। ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশে অবস্থিত| সোমনাথ, গুজরাতে অবস্থিত। মল্লিকার্জুন, অন্ধ্রপ্রদেশে অবস্থিত।মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত। কেদারনাথ, উত্তরাখণ্ডে অবস্থিত।ভীমাশঙ্কর, মহারাষ্ট্রে অবস্থিত। বিশ্বেশ্বর কাশী বিশ্বনাথ, বেনারসে অবস্থিত। ত্র্যম্বকেশ্বর, মহারাষ্ট্রে অবস্থিত। বৈদ্যনাথ ধাম, দেওঘর ঝাড়খণ্ডে। নাগেশ্বর, গুজরাতে অবস্থিত এবং ঘুশ্মেশ্বর, যা মহারাষ্ট্রে অবস্থিত।
আরও পড়ুন : মিষ্টি দই নাকি টক দই? ব্লাড সুগার, হাই প্রেশারে কোনটা কতটা খেলে ক্ষতি? কোনটা বেশি উপকারী? জানুন
প্রত্যেক মন্দিরের বিগ্রহের রেপ্লিকা একসঙ্গে বানানো হয়েছে এই মন্দিরে। এখানেই রয়েছে পঞ্চশিরের শিব মূর্তি। ২০১৫ সালে দেশের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৬১ ফুট উঁচু শিবমূর্তিটি উন্মোচন করেন। এই মন্দিরের বিশেষত্ব হল ভগবান ভোলানাথের ৬১ ফুট উঁচু মূর্তি। একই সঙ্গে এখানে বিখ্যাত জ্যোতির্লিঙ্গগুলি দেখার সুযোগ মেলে। কয়েক বছরে অগণিত পুণ্যার্থীর ভিড় বাড়ছে এখানে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 9:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dadwash Jyotirlinga: ঘরের পাশেই কলকাতার কাছেই একসঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ! হাতে মাত্র আধবেলা থাকলে চৈত্র মাসেই পুণ্য অর্জনের জন্য আসুন এখানে