পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রাম পটশিল্পের জন্য বিখ্যাত। এই গ্রামের সকলেই পট শিল্পে যুক্ত। এখানকার শিল্পীরা বিভিন্ন সময় সামাজিক কিংবা নানান সচেতনতামূলক ছবি এঁকে মানুষের কাছে পৌঁছন। এবার তাঁরা দাবদাহের হাত থেকে বাঁচার উপায় তুলে ধরলেন সকলের সামনে।
আরও পড়ুন: বসিরহাটের একই মাদ্রাসা থেকে ফাজিলের মেধাতালিকায় প্রথম দুই
advertisement
চলতি বছর পশ্চিম মেদিনীপুর সহ গোটা পশ্চিমাঞ্চল জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। পশ্চিম মেদিনীপুর জেলার তাপমাত্রা ছাড়িয়েছে ৪৭ ডিগ্রির গণ্ডি। এই প্রচন্ড দাবদাহ থেকে নিজেকে সুস্থ রাখতে কী কী নিয়ম মানা জরুরি? কীভাবে থাকতে হবে সকলকে, সেসবের বিস্তারিত বিরণ ছবি এঁকে সকলের সামনে তুলে ধরেছেন পটশিল্পীরা। শিল্পী বাহাদুর চিত্রকরের তত্ত্বাবধানে এই পট এঁকেছেন শিল্পীরা, লিখেছেন গানও। পটশিল্পীদের এই ভাবনাকে কুর্ণিশ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ