TRENDING:

Patharpratima Blast: বিস্ফোরণে ৪ ফুটফুটে শিশুর মৃত্যু! পাথরপ্রতিমা কাণ্ডে গ্রেফতার বণিক পরিবারের বড় ছেলে, কী ভাবে চলছিল বেআইনি কারবার?

Last Updated:

গ্রামবাসীদের একাংশের অনুমান, ওই বাড়িতে বাজি প্যাকেটে ভরার সময়েই কোনও ভাবে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এক দিন পরেই বাসন্তীপুজো। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাসন্তীপুজোর সময়ে বিক্রির জন্য বাজি মজুত করা হচ্ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: পাথরপ্রতিমার ঢোলাহাট বিস্ফোরণ কাণ্ডে এবার বাড়ির বড় ছেলে চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করল পুলিশ৷ আগেই বাজি ব্যবসায়ী পরিবারের দুই সদস্য চন্দ্রকান্ত বণিক এবং তাঁর ভাই তুষারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল ঢোলাহাট থানার পুলিশ। ঘরে বিপজ্জনক বস্তু মজুত রাখা, অনিচ্ছাকৃত খুনের ধারা-সহ মোট ছ’টি ধারায় মামলা রুজু করা হয়েছিল। দমকল আইনেও মামলা রুজু হয়েছিল দুই ভাইয়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, ব্যবসার বেশির ভাগটাই বণিক বাড়ির বড় ছেলে চন্দ্রকান্ত দেখা শোনা করত, তুষার তাঁকে সাহায্য করত৷ এদিন নবান্নে জমা দেওয়া রিপোর্টে জেলাশাসকের তরফে জানানো হয়েছে, ওই পরিবারের বাজি কারখানা চালানোর কোনও লাইসেন্স ছিল না৷
News18
News18
advertisement

অভিযোগ, পরিবেশবান্ধব আতশবাজির লাইসেন্সেসেই ধোলাহাটের রায়পুরে তৈরি হত নিষিদ্ধ শব্দবাজি৷ গত মঙ্গলবার কারখানা এবং গোডাউনে যে পরিমাণ বাজি উদ্ধার হয়েছে বা বাজির মশলা পাওয়া গিয়েছে এখানে কোথাও পরিবেশ বান্ধব বাজির দেখা মেলেনি বলে সূত্রের খবর। সেখানে দেখা গিয়েছে সেল, গোলা বাজি, জল বোম সহ একাধিক নিষিদ্ধ শব্দবাজি।

আরও পড়ুন: বিস্ফোরণে বলি চার চারটে বাচ্চা! কী ভাবে চলছিল বাজি কারখানা? লাইসেন্স ছিল? নবান্নে জমা পড়ল পাথরপ্রতিমা কাণ্ডের রিপোর্ট

advertisement

২০২২ সালের পর থেকে পরিবেশ আদালত যে সার্টিফিকেট দিয়েছিল সবুজ বাজি তৈরি করার জন্য তাদেরকে, সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল কোনও শব্দবাজি তৈরি করা যাবে না৷ তারপরেও কী করে এত শব্দবাজি পাওয়া গেল বা বাড়িতে মজুত ছিল? প্রশ্ন সেখানেই৷ সবুজ বাজির নাম করেই যে এই বেআইনি কারবার চলত এই বিষয়টা ইতিমধ্যে সামনে আসছে।

advertisement

পাথরপ্রতিমা ঢোলালাহাটে গত মঙ্গলবারই ফরেন্সিক আধিকারিক নমুনা সংগ্রহ করেছে৷ নমুনা সংগ্রহ করতে গিয়ে তারা দেখে ঘরের মধ্যে প্রচুর পরিমাণে বাজি এবং বাজির মশলা মজুত ছিল৷ পরিবেশ বান্ধব বাজি তৈরির মশলা পাওয়া যায়নি বিস্ফোরণের স্পট থেকে৷ পাশাপাশি, যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল সেই গ্যাস সিলিন্ডার থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে এদিন৷ বাজির মশলা এবং গ্যাস সিলিন্ডার থেকে পাওয়া নমুনা তাঁরা খতিয়ে দেখছেন যে, গ্যাস সিলিন্ডার থেকে নাকি বাজির মশলা থেকে আগুন লেগেছে।

advertisement

গ্রামবাসীদের একাংশের অনুমান, ওই বাড়িতে বাজি প্যাকেটে ভরার সময়েই কোনও ভাবে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এক দিন পরেই বাসন্তীপুজো। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাসন্তীপুজোর সময়ে বিক্রির জন্য বাজি মজুত করা হচ্ছিল।

আরও পড়ুন: যাদবপুরে বন্ধ ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতির দেহ, ‘বাবা-মা কে মেরে ঝুলিয়ে দিয়েছে…’, দাদা-বৌদির দিকে আঙুল তুললেন মেয়ে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গত সোমবার বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে বণিক পরিবারের চার শিশু সহ চার সদস্যের মৃত্যু হয়েছে৷ চার শিশুর মধ্যে ২ জনের বয়স ছিল ১ বছরেরও কম৷ বিস্ফোরণের সময় বাড়ির বড়ছেলে চন্দ্রকান্ত, ভাই তুষার এবং মা বাড়িতে না থাকায় তাঁরা প্রাণে বেঁচে যান৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Patharpratima Blast: বিস্ফোরণে ৪ ফুটফুটে শিশুর মৃত্যু! পাথরপ্রতিমা কাণ্ডে গ্রেফতার বণিক পরিবারের বড় ছেলে, কী ভাবে চলছিল বেআইনি কারবার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল