এই ফুড ফেস্টিভ্যালের মূল উদ্যোক্তা স্কুলের ছাত্রীরাই। পড়াশোনার পাশাপাশি যে তারা কতটা দক্ষ, তারই প্রমাণ মিলছে এখানে। নিজের হাতেই তারা তৈরি করেছে নানান স্বাদের খাবার। দেশি খাবারের পাশাপাশি রয়েছে চাইনিজ ও সাউথ ইন্ডিয়ান পদও। সাজানো স্টল, পরিচ্ছন্নতা, খাবারের মান সব দিকেই নজর রেখেছে ছাত্রীরা।
advertisement
প্রতিটি স্টলে দেখা যাচ্ছে তাদের আত্মবিশ্বাসী মুখ। কেউ রান্না করছে। কেউ পরিবেশন করছে। কেউ আবার অতিথিদের সঙ্গে কথা বলছে। এই উদ্যোগে ছাত্রীরা যেমন আনন্দ পাচ্ছে, তেমনই শিখছে বাস্তব জীবনের নানা দিক। ছাত্রীদের এই কাজে পাশে দাঁড়িয়েছেন তাদের মায়েরা। রান্নায় সাহায্য করেছেন তাঁরা। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকারাও। কীভাবে খাবার সাজাতে হবে, কীভাবে অতিথিদের আপ্যায়ন করতে হবে সব দিকেই পরামর্শ দিয়েছেন তাঁরা।
শিক্ষিকারা জানান, এই ধরনের ফুড ফেস্টিভ্যাল পড়াশোনার বাইরেও ছাত্রীদের অনেক কিছু শেখায়। আত্মনির্ভরতা বাড়ে। দলগত কাজের অভ্যাস তৈরি হয়। ছাত্রীদের এই ফুড ফেস্টিভ্যালের খ্যাতি ছড়িয়ে পড়েছে দ্রুত। পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ হাজির হন স্কুল প্রাঙ্গণে। কেউ পরিবারের সঙ্গে। কেউ বন্ধুদের নিয়ে। সকলেই খাবারের স্বাদ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনেকেই বলছেন, স্কুলের ছাত্রীদের হাতে তৈরি খাবারের স্বাদ সত্যিই অসাধারণ। এই উদ্যোগের জন্য সবাই বাহবা দিচ্ছেন ছাত্রীদের। খুশি স্কুল কর্তৃপক্ষও।





