সূত্র মারফত জানা গিয়েছে, রাঁচি থেকে কাজ সেরে নিজের হবু স্ত্রীকে নিয়ে ঝালদা স্টেশনে নামেন কোটশিলা থানার রোপা গ্রামের বাসিন্দা খালিদ আনসারী। সেই সময়ই অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়। পরপর ছুরির কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় স্টেশন চত্বরেই লুটিয়ে পড়েন তিনি। ওই অবস্থাতেই তাকে উদ্ধার করে প্রথমে ঝালদা ব্লক হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে তার অস্ত্রোপচার। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন খালিদ আনসারী।
ছুরির কোপে আহত খালিদ আনসারী
ঠিক কী কারণে এমন ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ। হামলার কারণ জানতে দুষ্কৃতীদের সন্ধানে চলছে তল্লাশি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনাকে ঘিরে রীতিমত শোরগোল পড়ে যায় ঝালদা স্টেশন চত্বরে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে। সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।






