সকাল ৭ টা ৩০ নাগাদ যাত্রী নিয়ে লঞ্চটি ডায়মন্ড হারবার থেকে কুঁকরাহাটির দিকে যাচ্ছিল। কিন্তু ঘন কুয়াশার জেরে দিকভ্রষ্ট হয় লঞ্চটি। আটকে যায় হুগলি নদীর চরে। এদিকে এরফলে ডায়মন্ড হারবার ফেরিঘাটে বেশ কিছুক্ষণ অসুবিধা হয় ফেরি পরিষেবায়। ঘন কুয়াশার জেরে লঞ্চ ছাড়া যায়নি। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পরিষেবা দেওয়া শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: দেশনায়ক নেতাজির পৈত্রিক ভিটে কোদালিয়া, দেখে নিন সহজেই যাওয়ার রুট
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শেষ খবর পাওয়া পর্যন্ত সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। জোয়ার আসলে লঞ্চটিকেও চর থেকে সরিয়ে আনা হবে। কুয়াশার জেরে এবছর এই প্রথম এমন ঘটনা ঘটল এলাকায়। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনায় হাসি ফুটেছে সকলের মুখে। এখন জোয়ার আসার অপেক্ষা তারপর সরানো হবে লঞ্চটিকে।
নবাব মল্লিক