ডায়মন্ড হারবার: ঘন কুয়াশার জেরে বিপত্তি। ডায়মন্ড হারবারে হুগলি নদীর চড়ে আটকাল লঞ্চ। খবর পেয়েই দ্রুততার সঙ্গে দমকল ও সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছে যায় সেখানে। এরপর একে একে উদ্ধার করা হয় যাত্রীদের। যাত্রীদের কোলে করে নামিয়ে আনতেও দেখা গিয়েছে উদ্ধারকারীদের। দমকলের ওসি মিন্টু ঘোষ তিনি নিজে সেখানে থেকে সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার দায়িত্ব নেন।
advertisement
সকাল ৭ টা ৩০ নাগাদ যাত্রী নিয়ে লঞ্চটি ডায়মন্ড হারবার থেকে কুঁকরাহাটির দিকে যাচ্ছিল। কিন্তু ঘন কুয়াশার জেরে দিকভ্রষ্ট হয় লঞ্চটি। আটকে যায় হুগলি নদীর চরে। এদিকে এরফলে ডায়মন্ড হারবার ফেরিঘাটে বেশ কিছুক্ষণ অসুবিধা হয় ফেরি পরিষেবায়। ঘন কুয়াশার জেরে লঞ্চ ছাড়া যায়নি। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পরিষেবা দেওয়া শুরু হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। জোয়ার আসলে লঞ্চটিকেও চর থেকে সরিয়ে আনা হবে। কুয়াশার জেরে এবছর এই প্রথম এমন ঘটনা ঘটল এলাকায়। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনায় হাসি ফুটেছে সকলের মুখে। এখন জোয়ার আসার অপেক্ষা তারপর সরানো হবে লঞ্চটিকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷