TRENDING:

Passbook Update Chaos: Passbook আপডেট নিয়ে দুই সিনিয়র সিটিজনের চরম কোন্দল, এ কী কাণ্ড! হাতাহাতি নয় কামড়াকামড়ি, বার হল রক্তও

Last Updated:

Passbook Update Chaos: প্রথমজন দ্বিতীয়জনকে জায়গা না ছেড়ে গালাগালি দেন বলে অভিযোগ। দ্বিতীয়জন পাল্টা গালাগালি  দিতেই তাঁর হাত কামড়ে রক্ত বের করে দেন, মুখে ঘুষিও মারেন প্রথম গ্রাহক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: হাতাহাতি নয় কামড়াকামড়ি! পাস বই আপডেট করা নিয়ে বচসা থেকে রক্তারক্তি কান্ড।হুগলিতে এমন এক ঘটনা যা নিয়ে তাজ্জব সকলে। ব্যাঙ্কের পাসবুক আপডেট করা নিয়ে মানুষ কামড়ে রক্ত বের করে দিয়েছে আর মানুষের শরীর থেকে। তাও আবার সামান্য কারণে। কিয়স্কে পাসবই আপডেট করা নিয়ে প্রথমে শুরু হয় বচসা, সেখান থেকে গালাগালি তারপর এক গ্রাহক আরেক গ্রাহককে কামড়ে দিলেন! রক্তারক্তি কান্ড নববর্ষের সকালে।
advertisement

চুঁচুড়া খাদিনামোরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিয়স্কে পাশবই আপডেট করতে আসেন দুই গ্রাহক। প্রথমে যিনি আপডেট করছিলেন তার কাছে চারটি পাশবই ছিল। মেশিনে আপডেট করতে সময় লাগছিল। তার পিছনে অপেক্ষায় থাকা অপর গ্রাহক সামনের জনকে বলেন, তাঁর একটা পাশবই আপডেট করতে হবে যদি তাঁকে একটু ছেড়ে দেওয়া হয় কারণ তাঁর  একটু তাড়া আছে।

advertisement

আরও পড়ুন – US-China Tarrif: ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ তোপ, বেঁকে যাচ্ছে চিনের অর্থনীতির মেরুদণ্ড, এবার বাঁচাতে পারে প্রতিবেশী দেশ, বদমেজাজি চিন কি নিজের মেজাজ বদলাবে

প্রথমজন দ্বিতীয়জনকে জায়গা না ছেড়ে গালাগালি দেন বলে অভিযোগ। দ্বিতীয়জন পাল্টা গালাগালি  দিতেই তাঁর হাত কামড়ে রক্ত বের করে দেন, মুখে ঘুষিও মারেন প্রথম গ্রাহক। কিয়স্কে তখন নিরাপত্তা রক্ষী ছিলেন আরেকজন গ্রাহকও উপস্থিত ছিলেন।

advertisement

View More

তাঁরা জানান, প্রথম গ্রাহক হঠাৎ মাথা গরম করে কামড়ে দেন। কেন কামড়ে দিলেন? এ প্রশ্নে ওই গ্রাহক বলেন,তাঁর মুখ চেপে ধরায় তিনি হাত চালিয়েছেন। তাঁকে গালাগাল দেওয়ায় তিনি মেরেছেন। দুই গ্রাহকই প্রবীন নাগরিক। সামান্য ঘটনায় মাথা গরম করে রক্তারক্তি করায় সেখানে থাকা অনেকেই বলছেন ছেলেমানুষি কাজ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rahee Halder

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Passbook Update Chaos: Passbook আপডেট নিয়ে দুই সিনিয়র সিটিজনের চরম কোন্দল, এ কী কাণ্ড! হাতাহাতি নয় কামড়াকামড়ি, বার হল রক্তও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল