TRENDING:

Paschim Medinipur: ‘ইয়ারো দোস্তি’ ৬০ গায়ক-গায়িকার সুরে ফের জেগে উঠলেন কেকে

Last Updated:

মাত্র সাত দিন আগে গিটার শিল্পী সায়ন দে (স্যান্ডি) এই আহ্বান জানিয়েছিলেন ফেসবুকে। এভাবে সাড়া পাবেন ভাবেননি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: প্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ (Krishna Kumar Kunnath) ওরফে কে কে ‘না ফেরার দেশে’, তবে তাঁর প্রতিটি গান আজও শ্রোতাদের মনে-প্রাণে-হৃদয় জুড়ে। প্রেমে কিংবা বিরহে আজও তরুণ-তরুণীরা গেয়ে ওঠেন- ‘ক্যায়া ইয়ে প্যায়ার হ্যায়’ কিংবা ‘তুহি মেরি সব হ্যায়’ অথবা ‘তড়প তড়প কে ইস দিল সে আহে নিকলতি রহি’। প্রিয় সেই গায়ককে তাঁর গানেই শ্রদ্ধা জানালেন শহর মেদিনীপুরের ৬০ জন তরুণ সঙ্গীতশিল্পী।
60 singers pays tribute to KK
60 singers pays tribute to KK
advertisement

রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এই অনন্য শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ‘সব হারানোর মাঝেও’ মন ভালো করে দিল সঙ্গীতানুরাগী শহরবাসীর। মাত্র সাত দিন আগে গিটার শিল্পী সায়ন দে (স্যান্ডি) এই আহ্বান জানিয়েছিলেন ফেসবুকে। এভাবে সাড়া পাবেন ভাবেননি!

আরও পড়ুন – IPL Media Broadcast Rights Auction: ধামাল নিলামে কামাল, ৪৪০৭৫ কোটিতে এবার আলাদা চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে আইপিএল

advertisement

রবিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে গিটার সহ নানা বাদ্যযন্ত্র নিয়ে জেলা পরিষদ প্রাঙ্গনে সায়ন ছাড়াও পৌঁছে যান এই শহর মেদিনীপুরের এই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম- সৌনক বন্দ্যোপাধ্যায়, রাজা দাস, সৌম্যদীপ দাস মহাপাত্র, রিও নন্দ, দেবীপদ পান্ডা সহ অনেকেই।‌ সবমিলিয়ে ৬০ জন সঙ্গীত শিল্পী এবং গীটার শিল্পী এদিন পৌঁছান বলে জানিয়েছেন সায়ন। এছাড়াও, অসংখ্য তরুণ-তরুণী সহ কে.কে অনুরাগীরা ছিলেন।

advertisement

প্রায় ৪০-৫০ জন শিল্পী একসঙ্গে গাইলেন, ‘তুহি মেরি সব হ্যায়’, ‘ক্যায়া ইয়ে প্যায়ার হ্যায়’, ‘ইয়ারো দোস্তি বড়ি হসিন হ্যায়’ থেকে ‘হম রহে ইয়া না রহে কাল’। গিটারে সঙ্গত করলেন একসাথে প্রায় ২০ জন শিল্পী। অভিনব এই আয়োজনে অভিভূত হলেন জেলা শহরের সঙ্গীতানুরাগীরা মানুষেরা। গানে গানে স্মরন করলেন KK কে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Partha Mukherjee

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur: ‘ইয়ারো দোস্তি’ ৬০ গায়ক-গায়িকার সুরে ফের জেগে উঠলেন কেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল