IPL Media Broadcast Rights Auction: ধামাল নিলামে কামাল, ৪৪০৭৫ কোটিতে এবার আলাদা চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে আইপিএল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিসিসিআইয়ের তুমুল লাভ, হাজার হাজার কোটি টাকা ঢুকছে বোর্ডের ঘরে...
#মুম্বই: আইপিএল মিডিয়া রাইটস সোমবার দিনে নিলাম জোরকদমে চলল৷ সকাল ১১ টায় টিভি ও ডিজিটাল রাইটস ৪৩ হাজার কোটি টাকা দিয়ে নিলাম শুরু হয়৷ টিভি সম্প্রচার সত্ত্বের জন্য বেস প্রাইস ছিল ১৮,১৩০ কোটি টাকা, আর ডিজিটাল সম্প্রচার সত্ত্বের জন্য বেস প্রাইস ছি ১২,২১০ কোটি টাকা৷ দুটো মিলিয়ে মোট বেসপ্রাইস ছিল ৩০, ৩৪০ কোটি টাকা৷
advertisement
advertisement
আইপিএল মিডিয়া রাইটসের ভ্যালু ২০২৩-২৭-র জন্য বিশাল ৪৪,০৭৫ কোটি ৪১০ ম্যাচের উঠেছে৷ সোমবার ই অকশন থেকে সূত্র মারফত এই খবর সামনে এসেছে৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গেছে৷ টিভি-র প্যাকেজ ২৩,৫৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছে যার অর্থ প্রতি ম্যাচে ৫৭.৫ কোটি টাকা৷ প্যাকেজ বি ডিজিটাল রাইটস ভারতের নিলামে দর পেয়েছে ২০,৫০০ কোটি টাকা৷ অর্থাৎ ৫০ কোটি টাকা প্রতি ম্যাচ৷
advertisement
তবে কে কত বিড করেছে এখনও সেই খবর সামনে আসেনি৷ অর্থাৎ টিভি ও ডিজিটাল রাইটস মিলিয়ে প্রতি ম্যাচ পিছু ভ্যালু ১০৭.৫ কোটি টাকা৷ এএনআইয়ের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ি ডিজিটাল রাইটস ও টিভি রাইটস আলাদা আলাদা দুটি চ্যানেল পেয়েছে৷ ২০১৭-র টিভি রাইটসের তুলনায় যা এক ধাক্কায় আড়াই গুণেরও বেশি৷ ২০১৭ তে স্টার ইন্ডিয়া এই রাইট জিতেছিল৷
advertisement