প্যারিসে রয়েছে সুসজ্জিত ডিজনিল্যান্ড। যা দেখতে প্রত্যেকদিনই বিভিন্ন দেশের বহু পর্যটক ভিড় জমান সেখানে। বিশেষ করে এই ডিজনিল্যান্ডে কার্টুনের বিভিন্ন চরিত্রে দেখা যায়। যা বাচ্চা থেকে শুরু করে বড়দেরও একরকম মনোরঞ্জন দেয়। স্বাভাবিকভাবেই এই ডিজনিল্যান্ড সকলেরই জনপ্রিয় একটি জায়গা। এবার সেই ডিজনিল্যান্ডের স্বাদ পাবেন আসানসোলে বসেই।
advertisement
বার্নপুর নাগরাসোতা জনকল্যাণ সমিতির অন্যতম সদস্য সৌরভ ডিপ্রেসর জানিয়েছেন, ‘এ বছর আমরা প্রথম থিমের পুজো করছি। এই ডিজেনিল্যান্ড থিমটি এর আগে একবার কলকাতা হয়েছিল। এবার আসানসোলে হচ্ছে। আশা করি সকলের ভাল লাগবে। বিশেষ করে বাচ্চাদের বেশি মনোরঞ্জন যোগাবে বলে আমরা অনেকটাই আশাবাদী’।
আসানসোল মহকুমার অন্তর্গত বার্নপুরের নিউ টাউন এলাকায় রয়েছে নাকরাসোতা জনকল্যাণ সমিতি। এবারে তারা ১১’তম বর্ষে পদার্পণ করল। আসানসোল মহকুমার মধ্যে বিগ বাজেটের পুজো এটি। প্রায় ৩০ লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তোলা হচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে কালীপুজোর মণ্ডপ। মেদিনীপুর থেকে সুদক্ষ মিস্ত্রি নিয়ে এসে এই মণ্ডপ ফুটিয়ে তোলা হচ্ছে। সমগ্র মণ্ডপটি তৈরিতে উপকরণ হিসেবে লাগছে বাঁশ, প্লাই। সেই সঙ্গে ফোমের বিভিন্ন কারুকার্য রং-সহ বিভিন্ন উপকরণ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এই পুজোর থিম। পাশাপাশি প্রতিমাতেও চমক থাকছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দর্শনার্থীদের আরও মনোরঞ্জন করতে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা দিয়ে পুরো মণ্ডপটি সাজানো হবে এবং মণ্ডপের বাইরেও থাকবে বিভিন্ন রকম আলোকসজ্জা। তাই এবারের কালী পুজোর মণ্ডপ বাচ্চা থেকে শুরু করে সকলের মনোরঞ্জন যোগাবে বলে অনেকটাই আশাবাদী এই পুজো কমিটির উদ্যোক্তা। পুজোর কয়েকটা দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। তাই এবারের কালীপুজোতে আপনি এই থিমের পুজো না দেখলে মিস করবেন অনেক বড় জিনিস।