মুঠোফোনের জগতে বাচ্চারা ভুলতে বসেছে মাঠে ময়দানে খেলাধুলো। ক্রিকেট অথবা ফুটবল দেখতে এখনও পর্যন্ত আমরা সকলেই খুবই ভালোবাসি। তবে মাঠে গিয়ে খেলার কথা বললে খুব কম সংখ্যক ছেলে মেয়েরাই খেলার আগ্রহ দেখায়। এর প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে বাচ্চাদের অতিরিক্ত হারে স্মার্টফোনের ব্যবহার। খুব ছোট বয়সেই বাচ্চারা আধুনিক স্মার্টফোনের সাথে বর্তমানে সাবলীলভাবে মিলেমিশে যাচ্ছে। সেই কারণেই বাইরে গিয়ে খেলাধুলো থেকে মুখ ফিরিয়েছে তারা।
advertisement
আরও পড়ুনঃ MS Dhoni: ব্যাটিং-উইকেট কিপিং নয়, আইপিএলের আগে নতুন কাজ পেয়েছেন ধোনি! ভাইরাল ভিডিও
তবে কিছুটা হলেও উল্টো চিত্র দেখা গেল নদিয়ার নবদ্বীপে। স্মার্টফোনের থেকে বিরত রাখতে এবং বাচ্চাদের মাঠ মুখে করতে অভিভাবকেরাই তাদের টেনে নিয়ে গেলেন মাঠে ময়দানে। দীর্ঘদিন ধরেই নবদ্বীপে রয়েছে একটি ফুটবল কোচিং ক্যাম্প। নবদ্বীপের কর্ম মন্দির মাঠে কোচিং ক্যাম্পের শিক্ষকেরা ফুটবলের প্রশিক্ষণ দেন সমস্ত খেলোয়াড়দের। সেইখানেই অভিভাবকেরা তাদের ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছেন ফুটবল খেলা শেখাতে। যাতে আগামী দিনে তারা দেশের জাতীয় দলগুলিতে খেলতে পারে। স্বাভাবিকভাবেই অভিভাবকদের এই উদ্যোগে খুশি সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষেরা।
Mainak Debnath