MS Dhoni: ব্যাটিং-উইকেট কিপিং নয়, আইপিএলের আগে নতুন কাজ পেয়েছেন ধোনি! ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: আইপিএল ২০২২-শুরুর আগে সম্পূর্ণ নতুন ভূমিকায় চেন্নাই সুপার কিংস অধিনায়ক দেখা গেল এমএস ধোনিকে। যেই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
চেন্নাই: আইপিএলের আগে নতুন চমক দেওয়া কার্যত অভ্যাসে পরিণত ফেলেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক এমএস ধোনি। প্রতি বছরই কখনও নতুন হেয়ারস্টাইল, কখনও আবার সম্পূর্ণ নতুন লুক। এমনিতেই নতুন মরসুম শুরুর আগে ধোনির অনুশীলনের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। চর্চায় রয়েছে ধোনির বাইসেপও। কিন্তু এবার সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা গেল ধোনিকে। যেই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
ধোনির একটি নতুন ভিডিও শেয়ার করেছে চেন্নাই সুপার কিংস। যেখানে যে ভূমিকায় এমএসডি-কে দেখা গিয়েছে তা দেখে প্রাথমিকভাবে অবাকই হয়েছিল ফ্যানেরা। ভিডিওতে দেখা গিয়েছে, চিপক স্টেডিয়ামে রঙের স্প্রে হাতে ধোনিকে। কখনও হলুদ রঙের স্প্রে দিয়ে দর্শকদের চেয়ার রাঙিয়ে তুলছেন, কখনও আবার নীল রঙ দিয়ে চেয়ার রং করছেন। এই কাজ করে যে খুশি ধোনি তা তার অভিব্যক্তি থেকেই বোঝা যাচ্ছিল। পাশে দাঁড়িয়ে ব্যক্তিদের সঙ্গেও কথাও বলছেন ধোনি। ধোনির এই ভিডিও মন ছুয়ে গিয়েছে ফ্যানেদের।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ও ম্যাচ ফিনিশার এমএস ধোনি। এখনও পর্যন্ত ৪ বার দলকে শিরোপা জিতিয়েছেন ধোনি। ধোনির নেতৃত্বে সিএসকে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ সালে চারটি আইপিএল ট্রফি জিতেছে। সবথেকে বেশিবার ফাইনাল খেলার রেকর্ডও রয়েছে সিএসকের দখলে। মহেন্দ্র সিং ধোনি আইপিএল-এ এখনও পর্যন্ত ২৩৪ ম্যাচের ২০৬টি ইনিংসে ৩৯.২ গড়ে ৪,৯৭৮ রান করেছেন যার মধ্যে ২৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। তিনি লিগে ৩৪৬টি চার ও ২২৯টি ছক্কা মেরেছেন। সম্ভবত তার কেরিয়ারের শেষ আইপিএলে প্রিয় মাহির কাছ থেকে আরও একবার ধোনি ধামাকা দেখার অপেক্ষায় ফ্যানেরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 5:02 PM IST