TRENDING:

Missing Bag Return: স্কুটি থেকে পড়ে যাওয়া ব্যাগ খুলতেই হাঁ সকলে! অভিবাবকরা ফিরিয়ে দিলেন 'কুবেরের ধন'

Last Updated:

Missing Bag Return: ওই ব্যাগ রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকেন অভিভাবকরা। কিন্তু তাতেও ওই ব্যক্তি না ফেরায় ব্যাগ নিয়ে কী করবেন তা ভেবে দুশ্চিন্তায় পড়েন। শেষে দ্বারস্থ হন গোবরডাঙা থানার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: লক্ষাধিক টাকার সম্পত্তির নথি সহ বান্ডিল বান্ডিল নগদ টাকা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিয়ে নজির গড়লেন অভিভাবকরা। গোবরডাঙা থানা এলাকার বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের অভিভাবকরা এই দুর্দান্ত সততার পরিচয় দিয়েছেন। সন্তানদের স্কুলে ঢুকিয়ে দিয়ে তাঁরা রাস্তায় দাঁড়িয়েছিলেন। আর তখনই সামনের রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়া এক ব্যক্তির স্কুটি থেকে ব্যাগ পড়ে যেতে দেখেন। এরপর চিৎকার করে ওই ব্যক্তিকে দাঁড় করানোর চেষ্টা করলেও লাভ হয়নি। তিনি শুনতে না পেয়ে দ্রুত গতিতে বেরিয়ে যান। এরপর পড়ে যাওয়া ব্যাগ খুলতেই কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় উপস্থিত সকলের!
advertisement

আর‌ও পড়ুন: ভয়ঙ্কর রাস্তা দিয়ে হাসপাতালে যেতে হয় প্রসূতিদের!

ওই ব্যাগ রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকেন অভিভাবকরা। কিন্তু তাতেও ওই ব্যক্তি না ফেরায় ব্যাগ নিয়ে কী করবেন তা ভেবে দুশ্চিন্তায় পড়েন। শেষে দ্বারস্থ হন গোবরডাঙা থানার। পুলিশ আধিকারিকদের সহযোগিতায় খুঁজে বার করা হয় হারিয়ে যাওয়া ব্যাগের মালিককে। ব্যাগে থাকা নথি ও টাকা হারিয়ে তখন রীতিমত ঘেমে নেয়ে একশা হওয়ার দশা ওই ব্যক্তির। পুলিশের ফোন পেয়ে তিনি ছুটে আসেন গোবরডাঙা থানায়।

advertisement

পুলিশ আধিকারিকেরা ব্যাগ খুলে দেখেন ব্যাগের মধ্যে রয়েছে একটি দলিল সহ নগদ কয়েক হাজার টাকা। সেই নথি থেকেই পাওয়া ফোন নম্বরের সূত্র ধরে খোঁজ মেলে ব্যাগের আসল মালিকের। হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ওই ব্যক্তি। ধন্যবাদ দেন স্কুল পড়ুয়াদের অভিভাবক সহ পুলিশ কর্মীদেরও। জানান, তাঁদের জন্যই বড় বিপদ থেকে রক্ষা পেলেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Missing Bag Return: স্কুটি থেকে পড়ে যাওয়া ব্যাগ খুলতেই হাঁ সকলে! অভিবাবকরা ফিরিয়ে দিলেন 'কুবেরের ধন'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল