আরও পড়ুন: ভয়ঙ্কর রাস্তা দিয়ে হাসপাতালে যেতে হয় প্রসূতিদের!
ওই ব্যাগ রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকেন অভিভাবকরা। কিন্তু তাতেও ওই ব্যক্তি না ফেরায় ব্যাগ নিয়ে কী করবেন তা ভেবে দুশ্চিন্তায় পড়েন। শেষে দ্বারস্থ হন গোবরডাঙা থানার। পুলিশ আধিকারিকদের সহযোগিতায় খুঁজে বার করা হয় হারিয়ে যাওয়া ব্যাগের মালিককে। ব্যাগে থাকা নথি ও টাকা হারিয়ে তখন রীতিমত ঘেমে নেয়ে একশা হওয়ার দশা ওই ব্যক্তির। পুলিশের ফোন পেয়ে তিনি ছুটে আসেন গোবরডাঙা থানায়।
advertisement
পুলিশ আধিকারিকেরা ব্যাগ খুলে দেখেন ব্যাগের মধ্যে রয়েছে একটি দলিল সহ নগদ কয়েক হাজার টাকা। সেই নথি থেকেই পাওয়া ফোন নম্বরের সূত্র ধরে খোঁজ মেলে ব্যাগের আসল মালিকের। হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ওই ব্যক্তি। ধন্যবাদ দেন স্কুল পড়ুয়াদের অভিভাবক সহ পুলিশ কর্মীদেরও। জানান, তাঁদের জন্যই বড় বিপদ থেকে রক্ষা পেলেন।
রুদ্রনারায়ণ রায়





