Broken Road Problem: ভয়ঙ্কর রাস্তা দিয়ে হাসপাতালে যেতে হয় প্রসূতিদের!

Last Updated:

Broken Road Problem: ভাঙা রাস্তা সংস্কারের অভাবে দিনে দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ফলে এখান দিয়ে হাঁটাটা অতি বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু সেই বিপদ মাথায় নিয়েই এই ভাঙা রাস্তার উপর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যেতে বাধ্য হন প্রসূতিরা

+
স্বাস্থ্য

স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার ভাঙা রাস্তা

কোচবিহার: মাথাভাঙা মহকুমার ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় সামগ্রিকভাবে উন্নয়নের অনেক কাজ হয়েছে। তবে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে এলাকার একটি রাস্তা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বছর দেড়েক আগে আচমকাই একদিন বৃষ্টিতে ধ্বসে যায় রাস্তাটি। তারপর থেকে আর এই রাস্তা সংস্কার করা হয়নি। বর্তমানে এই ভাঙা রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এই এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। রাস্তা ভাঙা থাকার কারণে এই স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের আনাগোনা কমেছে।
ভাঙা রাস্তা সংস্কারের অভাবে দিনে দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ফলে এখান দিয়ে হাঁটাটা অতি বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু সেই বিপদ মাথায় নিয়েই এই ভাঙা রাস্তার উপর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যেতে বাধ্য হন প্রসূতিরা। স্থানীয় বাসিন্দা উজ্জ্বলা দাস জানান, এই ভাঙা রাস্তাই একমাত্র ভরসা এলাকাবাসীর। রাস্তার পাশ দিয়েই বয়ে গিয়েছে নদী। রাস্তার ভাঙা অংশের মাঝখানে দুটি জল নিকাশির পাইপ ছিল। আচমকাই একদিন বৃষ্টিতে ভেঙে পড়ে রাস্তার অংশ। তখন থেকে বাঁশের মাচা দিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। বর্তমানে দিনের আলোয় এই রাস্তায় চলাচল করতে ততটাও অসুবিধা না হলেও রাতের অন্ধকারে এই রাস্তা অনেকটাই বিপজ্জনক হয়ে ওঠে। তখন যে কোন‌ও মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে গিয়েছে বলে জানান তিনি।
advertisement
advertisement
এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান রজনীকান্ত বর্মন জানান, দ্রুতই রাস্তা সংস্কার করা হবে। ইতিমধ্যেই একটি টেন্ডার ডাকা হয়েছে। সাধারণ মানুষের সমস্যা দ্রুত নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দেন।
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Broken Road Problem: ভয়ঙ্কর রাস্তা দিয়ে হাসপাতালে যেতে হয় প্রসূতিদের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement