নামখানার নির্মল বিদ্যালয়ের ডাইনিং হলের ছাউনি উড়েছে বছর পাঁচেক আগে। সেই ছাউনি আর সারানো হচ্ছে না কোনোভাবেই। বিদ্যালয়ের বেহাল দশা নিয়ে সরব অভিভাবকরা।
নামখানা: নামখানার নির্মল বিদ্যালয়ের বেহাল দশা নিয়ে সরব অভিভাবকরা। বিদ্যালয়ের ডাইনিং হলের ছাউনি উড়েছে বছর পাঁচেক আগে। সেই ছাউনি আর সারানো হচ্ছে না কোনোভাবেই। সেজন্য শীত, গ্রীষ্ম ,বর্ষা সারা বছর বাধ্য হয়েই বিদ্যালয়ের বারান্দার মেঝেতে বসে মিডডে মিল খেতে হচ্ছে খুদে পড়ুয়াদের। অথচ ২০১৮ সালে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছিল নামখানা ব্লকের উত্তর শিবপুর তিলোত্তমা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টি। তারপর ফনী ঝড়ে ছাউনি উড়ে যায় বিদ্যালয়ের ডাইনিং হলের। ২০২০ সালে প্রাকৃতিক দুর্যোগ আমফানে বিদ্যালয়ে একাধিক ক্ষতি হয়। কিন্তু তারপর থেকে এখনও পরিকাঠামোগত উন্নয়ন করা হয়নি।
বিদ্যালয়ের ডাইনিং হলের ছাউনি না থাকায় গত চার বছরের বেশি বিদ্যালয়ের বারান্দার মেঝেতে বসেই মিডডে মিলের খাবার খেতে হয় পড়ুয়াদের। রোদের মধ্যে বসেই খেতে হয় মিড ডে মিলের খাবার।এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত গিরি বলেন ২০১৯ সালে প্রাকৃতিক দুর্যোগে ডাইনিং হলের সেডটি ভেঙে যাওয়ার পর থেকে বিদ্যালয়ের তরফে বহুবার বিভিন্ন দফতরে জানিয়েও কোন সুরাহা হয়নি। তাই একপ্রকার বাধ্য হয়েই এভাবে পড়ুয়াদের বারান্দার মেঝেতে বসিয়ে মিড ডে মিলের খাবার পরিবেশন করতে হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷