TRENDING:

East Medinipur News: শহর পরিষ্কার রাখতে নতুন উদ্যোগ এই পৌরসভার! দিনের পাশাপাশি রাতেও হবে কাজ

Last Updated:

East Medinipur News: বর্তমান সময়ে স্বচ্ছতা বা পরিষ্কার পরিচ্ছন্নতায় জোর দিয়েছে কেন্দ্র ও রাজ্য উভয়ই। সাধারণ মানুষের সুস্থ জীবন যাপনের জন্য এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা বা আবর্জনা মুক্ত কতটা জরুরি, সে সম্পর্কে ওয়াকিবহাল সকলেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া: জঞ্জাল-মুক্ত শহর সাধারণ মানুষকে উপহার দিতে এবার বিশেষ উদ্যোগ নিল পৌরসভা। শহরকে পরিষ্কার রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পৌরসভা। জেলায় প্রথম কোনও পৌরসভা শহর পরিষ্কার রাখতে রাতেও বর্জ্য সংগ্রহ করবে। সুস্থ জীবন যাপনে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। বর্তমান সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় জোর দিয়েছে প্রশাসন। গ্রাম থেকে শহর সর্বত্রই জঞ্জাল-মুক্ত করতে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। এবার শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নতুন উদ্যোগ নিল পাঁশকুড়া পৌরসভা। পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে নৈশকালীন বর্জ্য সংগ্রহ শুরু হয়েছে।
advertisement

পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পৌরসভার। পৌর নাগরিকদের সুস্থ জীবন যাপনের জন্য। প্রতিদিন সকালে শহরের জঞ্জাল পরিষ্কার করা হয়। শহরকে নির্মল করে তুলতে শহরের রাস্তাঘাট ঝাঁট দেওয়ার পাশাপাশি শহরের আবর্জনা পরিষ্কার নিয়ম করেই হয়। কিন্তু সবই সকালে হয়। এই প্রথম জেলার কোন পৌরসভা সকালের পাশাপাশি এবার রাতেও শহরের জঞ্জাল পরিষ্কারের কাজ শুরু করল। শহরকে পরিষ্কার রাখা বা শহরবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা উপহার দিতেই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার এই নয়া উদ্যোগ।

advertisement

আরও পড়ুন: পুজোয় বাংলা মাতাবে ‘টেক্কা’! ট্রেলার মুক্তিতেই দুর্গাপুজো নিয়ে মুখ খুললেন দেব, কী বললেন নায়ক

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার নৈশকালীন বর্জ্য সংগ্রহের কাজ চলবে প্রতিদিন সন্ধে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। এ বিষয়ে বর্তমান চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র জানান, এই সময়ে শহর পরিষ্কার পরিচ্ছন্নতা বা স্বচ্ছতার বিষয়ে জোর দেওয়া হয়েছে। শুধু সকালে নয়, রাতেও পৌর এলাকায় বর্জ্য আবর্জনা সংগ্রহের কাজ চলবে। রাস্তা সাফাইয়ের পাশাপাশি রাতের সময় বর্জ্য আবর্জনা সংগ্রহ করা হবে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। জঞ্জাল-মুক্ত পৌরসভা বা নির্মল পৌরসভা গড়ে উঠবে।

advertisement

View More

বর্তমান সময়ে স্বচ্ছতা বা পরিষ্কার পরিচ্ছন্নতায় জোর দিয়েছে কেন্দ্র ও রাজ্য উভয়ই। সাধারণ মানুষের সুস্থ জীবন যাপনের জন্য এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা বা আবর্জনা মুক্ত কতটা জরুরি, সে সম্পর্কে ওয়াকিবহাল সকলেই। জঞ্জাল সাফাই বা আবর্জনা সংগ্রহের কাজ হত সকালেই। এর ফলে ২৪ ঘণ্টা ধরে আবর্জনা পড়ে থাকত। নৈশকালীন বর্জ্য আবর্জনা সংগ্রহের কর্মসূচি গ্রহণে সকাল ও সন্ধ্যা, দুই বেলায় পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এর ফলে দূষণমুক্ত শহর গড়ে উঠবে বলে মনে করছেন পৌরসভা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: শহর পরিষ্কার রাখতে নতুন উদ্যোগ এই পৌরসভার! দিনের পাশাপাশি রাতেও হবে কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল