পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রামে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বসেছিল মেলা। বহু দিনের পুরানো এই মেলা প্রায় আট দিন ধরে চলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার তখন মধ্যরাত, মেলা চলাকালীন হঠাৎ একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ে। সামনে থাকা বেশ কয়েকজনকে পিষে দেয়। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ১০ এর বেশি।
advertisement
আরও পড়ুনঃ দেবীপক্ষের সূচনাতেই শহরে বিপত্তি! ভেঙে পড়ল তারাতলা উড়ালপুলের হাইটবার, চরম দুর্ভোগ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তমলুক এবং কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যায়।
এই দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা সংক্রান্ত কোনো অসুবিধা যাতে না হয় তা খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছে যান পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিত রায় সহ অন্যান্যরা। তিনি জানান, ‘পাঁশকুড়ার মেচোগ্রাম মোড়ের অদূরে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে বিশ্বকর্মাপুজোর মেলা চলছিল। জাতীয় সড়কে কলকাতাগামী ট্রাভেলার গাড়ির পেছনে ধাক্কা মারে একটি দ্রুতগতির ট্রেলার। যার ফলে ট্রাভেলার গাড়িটি পাল্টি খায়। ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ে। মেলা চলার জন্য ওই এলাকায় প্রচুর জনসমাগম ছিল, এই দুর্ঘটনায় ২ জন মারা যান। প্রায় ১০ জন আহত। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা থাকায় ৫ জনকে ইতিমধ্যেই তমলুক ও কলকাতায় রেফার করা হয়েছে’।
পাঁশকুড়া পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পাঁশকুড়া পুলিশ সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে একজন মেলা কমিটির সম্পাদক বিজয় বেরা। অন্যজন হাওড়া শ্যামপুর থেকে মেলা দেখতে আসা রিয়া জানা। বয়স ৩০। এর পাশাপাশি আরও জানা যায়, মৃত রিয়া জানার পরিবারের বেশ কিছু সদস্য আহত হয়েছেন। মেলায় ডিউটি করা সিভিক ভলান্টিয়ার ও এক পুলিশ কর্মী আহত হয়েছেন। সব মিলিয়ে মধ্যরাতের এই ভয়াবহ দুর্ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।