একটি জিম সংস্হার উদ্যোগে এই পাঞ্জা প্রতিযোগিতা আয়োজন করা হয়। মুর্শিদাবাদ জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে ছিলেন। পুরুষ বিভাগে ৪টি দল ও মহিলা বিভাগে একটি দল অংশগ্রহণ করে। প্রায় ২০০জন প্রতিযোগী ছিল এই প্রতিযোগিতায়। কান্দির মোল্লাপাড়াতে এই খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক।
advertisement
আরও পড়ুন:বিষ্ণুপুর বিলে করুণাময়ী মায়ের সন্ধ্যা আরতি, ভিডিও দেখুন
জানা যায়, পাঞ্জা লড়াই বা বাহুর জোর ভুলতে বসেছে বর্তমান প্রজন্ম। একসময় কুস্তির আখড়া বা রাজদরবারে শক্তির পরীক্ষার জন্য পাঞ্জা লড়াই প্রচলিত ছিল। শরীর সুস্থ ও সুরক্ষিত রাখতে নিয়মিত ‘বাহুর জোর’ বা পাঞ্জা লড়াই প্রতিযোগিতা আয়োজন করা হত। কিন্তু বর্তমানে এইসব খেলাধুলো প্রায় বিলুপ্তির পথে। তাই এই বাহুর জোর অর্থাৎ পাঞ্জার লড়াইয়ের আয়োজন করা হয়। এদিন প্রতিযোগিদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো। জেলা এবং রাজ্যস্তরে পাঞ্জা লড়াইয়ের প্রচার ও প্রসার ঘটানোর লক্ষ্যেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন বলে জানান উদ্যোক্তারা।
কৌশিক অধিকারী