Murshidabad News: বিষ্ণুপুর বিলে করুণাময়ী মায়ের সন্ধ্যা আরতি, ভিডিও দেখুন
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়ায় দেবীর আরাধনায় সন্ধ্যা আরতি ও পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনার্থে বিষ্ণুপুর বিলে প্রদীপ ভাসানো হয়। অসংখ্য মানুষ ওই দিন বিষ্ণুপুর বিলের ঘাটে ভিড় করেন
মুর্শিদাবাদ: মহা সমারহের সঙ্গে করুনাময়ী মায়ের সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হল বিষ্ণুপুর বিলের ঘাটে। প্রতি বছর কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়ায় এই সন্ধ্যা আরতি হয়। এর মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষের বিদেহী আত্মার শান্তি প্রাপ্তি হয়, এমনটাই বিশ্বাস ভক্তদের। এই অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও বহু ভক্ত অংশগ্রহন করেন। অসংখ্য মানুষ ওইদিন বিষ্ণুপুর বিলের ঘাটে ভিড় জমান মঙ্গল আরতি দেখার জন্য।
তন্ত্র অনুসারে মা কালীকে দশম মহাবিদ্যার প্রথম দেবী বলে গণ্য করা হয়। আর সেই মহাদেবী মা কালীকে নিয়ে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কালী মন্দিরে প্রচলিত আছে নানান অজানা কাহিনী ৷ জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিষ্ণুপুর কালীবাড়ির খ্যাতি সর্বত্র। মনে করা হয়, বিষ্ণুপুর বিল থেকেই এই দেবীর আবির্ভাব। তাই প্রতি বছর কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়ায় দেবীর আরাধনায় সন্ধ্যা আরতি ও পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনার্থে বিষ্ণুপুর বিলে প্রদীপ ভাসানো হয়। অসংখ্য মানুষ ওই দিন বিষ্ণুপুর বিলের ঘাটে ভিড় করেন মঙ্গল আরতি দেখার জন্য। ঝলমলে আলোয় আলোয় ভরে ওঠে চারিদিক।
advertisement
advertisement
কথিত আছে, লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় বিলের পাশেই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। দেবী এখানে চতুর্ভুজা রূপে পূজিত হন। সারা বছরই এখানে পুজো হয়। বিশেষ করে শনিবার ও মঙ্গলবার ভিড় করেন বহু সাধারণ মানুষ।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 17, 2023 10:24 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বিষ্ণুপুর বিলে করুণাময়ী মায়ের সন্ধ্যা আরতি, ভিডিও দেখুন








