তাঁর বাড়ি সোদপুরের ঘোলা অপূর্ব নগর এলাকায়। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে, তদন্তে নেমেছে খড়দহ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বর থেকে সোদপুরের অমরাবতী মাঠে শুরু হয় পানিহাটি উৎসব। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল নামী সঙ্গীতশিল্পী অঙ্কিত তিওয়ারির গানের অনুষ্ঠান। প্রিয় শিল্পীর গান শুনতে বন্ধুদের সঙ্গে ওই দিন মেলার মাঠে হাজির হয়েছিলেন তন্ময়। গানের তালে দর্শকদের নাচানাচির মধ্যেই ভিড়ের মধ্যে কয়েকজনের সঙ্গে তন্ময়ের ধাক্কাধাক্কি হয়। তা থেকেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: বাংলার একাধিক রেলস্টেশন থেকে একে একে উদ্ধার ৭ শিশু, কেন স্টেশনে ঘুরছিল তারা? RPF-এর বড় সাফল্য
উপস্থিত দর্শকদের হস্তক্ষেপে তখনকার মতো পরিস্থিতি শান্ত হয়। কিন্তু অভিযোগ, অনুষ্ঠান শেষে মেলার মাঠ থেকে বেরোনোর পর তন্ময়কে একা পেয়ে পাশের একটি গলিতে নিয়ে গিয়ে কয়েকজন বেধড়ক মারধর করে। যাদের সঙ্গে আগে ধাক্কাধাক্কি হয়েছিল, তারাই এই হামলায় জড়িত বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তন্ময়কে প্রথমে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শেষ পর্যন্ত সেখানেই তাঁর মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পানিহাটি উৎসবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বড় মাপের গানের অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। তন্ময়ের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।
আরও পড়ুন: ঠান্ডায় টান! কনকনে শীত-কাঁপুনিতে বিরতি কতদিন? ঘন কুয়াশার সতর্কতা জেলায় জেলায়, আবহাওয়ার বড় খবর
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পানিহাটি উৎসবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বড় মাপের গানের অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। তন্ময়ের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমে দীপ অধিকারী, দেবজিৎ দাস, শিবম দাস, আকাশ নষ্কর এই চারজনকে গ্রেফতার করেছে। সকলের বয়স ১৯ থেকে ২২-এর মধ্যে। এদিন তাদের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ব্যারাকপুর কোর্টে পাঠানো হবে।






