TRENDING:

এইভাবে কী সম্ভব? জলের ওপরেই চলছে পড়াশোনা! পানিহাটির অবস্থা দেখলে অবাক হবেন

Last Updated:

জল ঢুকেছে সরকারি প্রাথমিক স্কুলের ভেতরে। ছাত্রছাত্রীদের সেই জলের মধ্যে বসেই পঠনপাঠন করতে হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানিহাটি, উত্তর ২৪ পরগণা, সুবীর দে : বেহাল নিকাশি ব্যবস্থা। মাসের পর মাস জলমগ্ন এলাকা। জলমগ্ন স্কুলের অন্দর। সেই জলের মধ্যেই পঠন-পাঠন পড়ুয়াদের। অভিযোগ, এলাকায় দেখা নেই কাউন্সিলরের। ক্ষোভ এলাকাবাসীর। পানিহাটি পৌরসভা ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ সুভাষ নগর এলাকার ঘটনা।
জলমগ্ন স্কুল।
জলমগ্ন স্কুল।
advertisement

স্থানীয়দের অভিযোগ, মাসের পর মাস বেহাল এলাকার নিকাশি ব্যবস্থা। যে কারণে জলমগ্ন হয়ে আছে এলাকার একটা বড় অংশ। প্রতিদিন জল ঠেলে প্রয়োজনীয় কাজে যেতে হচ্ছে সবাইকে। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনও সুরাহা হয়নি। জলমগ্ন হয়ে রয়েছে এলাকার রাস্তাঘাট থেকে শুরু বিদ্যালয়। এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি জল ঢুকেছে সরকারি প্রাথমিক স্কুলের ভেতরে।

advertisement

আরও পড়ুন : তিন পুরুষের লড়াই… অবশেষে জমি কিনে রাস্তা! কিন্তু শেষমেষ বাধা এক মালিক 

স্থানীয়রা আরও বলছেন, ছাত্রছাত্রীদের সেই জলের মধ্যে বসেই পঠনপাঠন করতে হচ্ছে। অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ছোট ছোট পড়ুয়াদের। এছাড়াও জমা জলের কারণে এলাকায় মশার উপদ্রব বাড়ছে। যার ফলে স্থানীয়রা অনেকে মশাবাহিত রোগের শিকার হতে পারেন বলেও অনেকের ধারণা। অন্যদিকে  এলাকা জলমগ্ন হওয়ায়, তার ওপর দিয়েই প্রতিদিনের যাতায়াত ও কাজকর্ম করতে হচ্ছে এলাকাবাসীদের।

advertisement

আরও পড়ুন : বৃষ্টির তাণ্ডব, বিপর্যয়ের ছবি ঝালদায়! নষ্ট চাল-ডাল, ক্ষতির অঙ্ক লাখে! পাহাড়ি স্রোতে তছনছ জনজীবন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জলমগ্ন এলাকায় নেই রাস্তার আলোর ব্যবস্থা। ফলে অন্ধকার নামলে সমসযা আরও বাড়ছে। এলাকাবাসীর এই দুর্দশার খবর নিতে এলাকায় আসেন না স্থানীয় কাউন্সিলার। অভিযোগ এমনটাই। কাউন্সিলারের সঙ্গীদের জানিয়েও কোনও কাজ হয় না বলে অভিযোগ। তাই মানুষজন এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও এলাকাবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় কাউন্সিলার শ্যামলী দেব।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এইভাবে কী সম্ভব? জলের ওপরেই চলছে পড়াশোনা! পানিহাটির অবস্থা দেখলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল