আন্তর্জাতিক মহলে পঞ্চকোট রাজবংশের ইতিহাসকে তুলে ধরতে এই গ্রন্থটি তিনি লন্ডনের ব্রিটিশ লাইব্রেরী সহ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কাজ শুরু করেছেন। এই সর্বপ্রথম কোনও পঞ্চকোট রাজ পরিবারের সদস্য পঞ্চকোট রাজ সম্বন্ধীয় ঐতিহাসিক গ্রন্থ প্রকাশ করলেন।
আরও পড়ুন : চোখ কপালে উঠবে! নৌকা চেপে বোতলের ভিতরে এলেন মা দুর্গা! কীভাবে সম্ভব হল? পুরোটা জানুন
advertisement
প্রায় দুই দশক ধরে নিরবচ্ছিন্ন গবেষণা ও সংগ্রহের মাধ্যমে তিনি প্রস্তুত করেছেন ১০৩ পৃষ্ঠার এই গ্রন্থটি। যেখানে পঞ্চকোট রাজবংশের বিস্তৃত ইতিহাস, নিদর্শন ও দুর্লভ চিত্রসমূহ সন্নিবেশিত হয়েছে। রাজবংশের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত দলিল, প্রাচীন আলোকচিত্র ও মৌখিক ইতিহাসের মাধ্যমে সূর্য নারায়ণ সিং দেও এই গ্রন্থে যেন ইতিহাসকে জীবন্ত করে তুলেছেন।
আরও পড়ুন : পেরেকের আঁকাবাঁকা টুকরোও হয়ে উঠছে শিল্পকর্মের রসদ! ইলেকট্রিক মিস্ত্রির সৃষ্টিতে লুকিয়ে বিশেষ বার্তা
পঞ্চকোট রাজবংশের কাশীপুরের দেবী বাড়িতে রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক গর্বিত ও আবেগঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রথম কোনও পঞ্চকোট রাজপরিবারের সদস্য নিজ উদ্যোগে পঞ্চকোট রাজবংশের ওপর একটি পূর্ণাঙ্গ গবেষণামূলক গ্রন্থ রচনা ও প্রকাশ করলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এটি কেবল অতীতের ইতিহাস সংরক্ষণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পঞ্চকোটের গৌরবময় ঐতিহ্য ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার এক মহৎ প্রচেষ্টা।