চোখ কপালে উঠবে! নৌকা চেপে বোতলের ভিতরে এলেন মা দুর্গা! কীভাবে সম্ভব হল? পুরোটা জানুন
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Bottle Art : এবার বোতলের ভিতরে অবিশ্বাস্য ভাবে মা দুর্গাকে ঢুকিয়ে তাক লাগালেন বাঁকুড়ার শিল্পী। বোতলবন্দি মা দুর্গা। বোতলটি খুব বেশি হলে কয়েক ইঞ্চি লম্বা।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় : এবার বোতলের ভিতরে অবিশ্বাস্য ভাবে মা দুর্গাকে ঢুকিয়ে তাক লাগালেন বাঁকুড়ার শিল্পী। বোতলবন্দি মা দুর্গা। বোতলটি খুব বেশি হলে কয়েক ইঞ্চি লম্বা। বোতলের মুখটি একটি এক টাকার কয়েনের থেকেও ছোট। সেই বোতলের ভিতরে সুন্দর করে তৈরি করা একটি মা দুর্গা ঢুকল কীভাবে? শুধু মা দুর্গাই নন, বোতলের ভিতরে রয়েছেন কার্তিক-গণেশ। নৌকা করে দেবীর আগমনের দৃশ্য ফুটে উঠেছে সেখানে।
এর আগে বোতলবন্দি করেছেন বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলীকে। এবার বোতলবন্দী করলেন মা দুর্গাকে। বিশেষ বোতল শিল্প। এটি খুবই কঠিন শিল্প। বহুদিন যাবত চিত্রশিল্পের পাশাপাশি বোতল শিল্পে কাজ করে আসছেন বাঁকুড়ার এই শিল্পী। “নৌকায় মা দুর্গা” এই থিম ফুটিয়ে তুলতে বোতলের ভিতরে মা দুর্গার একটি মাটির প্রতিকৃতি তৈরি করেছেন তিনি। একটি ছোট্ট বোতলের ফুটো দিয়ে, একটু একটু করে মাটি ঢুকিয়ে তৈরি করা হয় মূর্তিটি। মূর্তিটি শুরু হয় পা থেকে। পা থেকে মাথা পর্যন্ত মাপ বুঝে বুঝে শিল্পীকে তৈরি করতে হয়েছে ধৈর্য ধরে।
advertisement
আরও পড়ুন : পেরেকের আঁকাবাঁকা টুকরোও হয়ে উঠছে শিল্পকর্মের রসদ! ইলেকট্রিক মিস্ত্রির সৃষ্টিতে লুকিয়ে বিশেষ বার্তা
শুধু মায়ের মূর্তি নয়, রয়েছেন কার্তিক-গণেশ, মা লক্ষ্মী এবং মা সরস্বতী। শুধু তৈরি করা নয়, ভিতরের মূর্তিকে শুকিয়ে সরু তুলি ঢুকিয়ে রং করতে হয়েছে। হাত নড়ানোর জায়গা নেই খুব একটা। ফলে ধৈর্যের জন্যই শিল্পীর শিল্পসত্ত্বা ফুটে উঠেছে এই বোতল আর্টের মাধ্যমে। বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান, “প্রায় তিনমাস ধরে একটু একটু করে কাজটা করছি। অনেকক্ষণ বসে করা যায় না। চোখে কষ্ট হয়।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্গা পুজোর ভাইব তুঙ্গে। আকাশে কালো মেঘ হলেও, শিল্পীর মনে ফুটে উঠেছে মৌলিক চিন্তা ভাবনা। চলতি মাসেই বাঁকুড়াতে দেখা গিয়েছে শন কাঠি দিয়ে মা দুর্গা। এবার দেখা গেল বোতলবন্দি মা দুর্গা। অন্যান্য মা দুর্গার মতই এই মা দুর্গাও বলছেন একটি যুদ্ধবিহীন পৃথিবীর গল্প।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 16, 2025 12:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চোখ কপালে উঠবে! নৌকা চেপে বোতলের ভিতরে এলেন মা দুর্গা! কীভাবে সম্ভব হল? পুরোটা জানুন







