ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার,বর্ধমান ১ ব্লকের অন্তর্গত রায়ান ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে প্রধান সরকারি বাড়ি ফিরিয়ে দিলেন , তাহলে কী দলের প্রতি অভিমান ? কী বলছেন পঞ্চায়েত প্রধান ? কেন এমন করলেন তিনি ? চলুন জেনে নেওয়া যাক। এই বিষয়ে রায়ান ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ বলেন ,”যেহেতু আমি জনপ্রতিনিধি, তাই আমার ইচ্ছা আমার স্ত্রীর নামে যে বাড়ি এসেছে, সেটা আগে কোনও গরীব মানুষকে দেওয়া হোক। আমি হিসাব মতো বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু আমি এখন বাড়ি নেব না।”
advertisement
বিগত কিছু বছর আগে একটি ঘরের জন্য আবেদন করেছিলেন কার্তিক বাগ। যদিও তখন তিনি পঞ্চায়েত প্রধানের আসনে বসেননি। পরবর্তিতে তিনি পঞ্চায়েত প্রধান হন। বর্তমানে আবাস যোজনার তালিকায় নাম এসেছে তার স্ত্রীর। কিন্তু কার্তিক বাগ এখন একজন পঞ্চায়েত প্রধান। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি তার দায়িত্ব পালন করছেন। তাই জনপ্রতিনিধি হিসেবে তিনি বাড়ি নিতে চাইছেন না। তার ইচ্ছা আবাস যোজনার সেই ঘর কোনও দরিদ্র মানুষকে দেওয়া হোক।
আরও পড়ুনঃ Toto News: টোটোর নামে যা চলছিল ভয়ঙ্কর! আপনি ওঠেননি তো? হাতেনাতে ধরলেন পুরপ্রধান
সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ এমনটাই জানিয়েছেন। তার কথায়, তাদের দলের নেত্রী সবসময় গরীব মানুষের পাশে থাকার জন্য বলেন। বিশেষ করে সেই কথা মাথায় রেখেই তিনি এহেন সিদ্ধান্ত নিয়েছেন। নিজের স্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকারি বাড়ি নেবেন না বলে ঠিক করেছেন প্রধান কার্তিক বাগ। বাড়ি পাওয়ার যোগ্য, তা সত্ত্বেও বাড়ি নেবেন না প্রধান। সাধারণ মানুষের কথা ভেবে পঞ্চায়েত প্রধানের নেওয়া এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বনোয়ারীলাল চৌধুরী