Toto News: টোটোর নামে যা চলছিল ভয়ঙ্কর! আপনি ওঠেননি তো? হাতেনাতে ধরলেন পুরপ্রধান

Last Updated:

Hooghly News: ই-রিক্সার নাম করে চলছে বেআইনি টোটো! এমনই অভিযোগ ছিল স্থানীয় মানুষের। টোটো গণনা শুরু হতেই বেআইনি টোটো কারবারের পর্দা ফাঁস করলেন খোদ পুরো প্রধান।

+
কোন্নগরের

কোন্নগরের একটি কারখানায় তৈরি হচ্ছিল টোটো জাল  নাম্বার

হুগলি: ই-রিক্সার নাম করে চলছে বেআইনি টোটো! এমনই অভিযোগ ছিল স্থানীয় মানুষের। টোটো গণনা শুরু হতেই বেআইনি টোটো কারবারের পর্দা ফাঁস করলেন খোদ পুরো প্রধান। হাতেনাতে ধরলেন বেআইনি টোটো কারবার কোন্নগরের পুরো প্রধান স্বপন দাস। শহরে যানজট মূলত টোটোর কারনে হচ্ছে এমনই অভিযোগ ছিল শহরবাসীর। সেই টোটোকে কি করে নিয়মে বাঁধা যায় তার প্রচেষ্টা চলছে।
পরিবহন দফতরের নির্দেশে টোটো গণনা শুরু হয়েছে গত মাস থেকে। চন্দনগর কর্পোরেশন এলাকায় ইতিমধ্যেই টোটো গণনা করা হয়েছে। কোন্নগর পুরসভাতে শুরু হয়েছে টোটো গণনা। শহরে কত টোটো চলছে তা জানতে ক্যাম্প চলছে। সেখানেই ভাগার মোরে পুর প্রধান স্বপন দাস কয়েকজন পুরসভার কর্মিকে নিয়ে একটি গ্যারেজে হানা দেন। সেখানে দেখা যায় নকল ইঞ্জিন ও চেসিস নম্বর বসানো হচ্ছে টোটোতে। সেই মেসিন সহ দুজনকে আটক করেন। পুলিশ ডেকে ধরিয়ে দেন।
advertisement
পুর প্রধান বলেন,”সরকারকে ফাঁকি দিয়ে বেআইনি কাজ চলছিল জানতে পারি। কয়েকটি টোটোতে নতুন নম্বর দেখে সন্দেহ হয়। আজ ওই গ্যারেজে তাদের হাতেনাতে ধরি। যে সংস্থা টোটো বা ই-রিক্সা তৈরী করে তার ইঞ্জিন ও চেসিস নম্বর থাকে। যা দিয়ে বোঝা যায় কোন সংস্থার সেটি। কিন্তু এক্ষেত্রে লোকাল লেদ বা গ্যারাজে এই ভাবে টোটো তৈরিকরা হচ্ছে যা গোটাটাই বেআইনি। এই কারবার চলতে দেওয়া যাবে না।”
advertisement
advertisement
অভিযুক্ত গ্যারেজ মালিকের দাবি, তিনি ভুল করেছেন। এটা করা উচিত হয়নি। কলকাতা থেকে নাম্বারিং করার মেশিন কিনে এনে এই কারবার চলছিল। ঘটনাস্থলে পুরো প্রধান পৌঁছাতেই কিছু নম্বর করতে আসা টোটো দেখামাত্রই দৌড়ে পালিয়ে যায়। কিন্তু একটি টোটোকে নাম্বারিং হওয়া অবস্থায় হাতে না হাতে ধরে ফেলেন পুরপ্রধান। তারপরেই ঘটনাস্থলে এসে পৌঁছায় কোন্নগর ফাঁড়ির পুলিশ। পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে ইতিমধ্যেই।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto News: টোটোর নামে যা চলছিল ভয়ঙ্কর! আপনি ওঠেননি তো? হাতেনাতে ধরলেন পুরপ্রধান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement