পুলিশের দাবি, ঘটনাস্থলে মাঝখানে পুলিশ ছিল। দু-পাশে দুই গোষ্ঠী ছিল। পরিস্থিতি যখন উত্তপ্ত হয়, তখন দুই গোষ্ঠী একে অপরের এতো কাছে আসতে পারেনি যে গুলি লাগবে। তাহলে গুলি চালাল কারা? কারণ গুলি দু’দিক থেকে এলে আগে পুলিশ আহত হত। ফলে গুলিতে আহত হল কি করে দু’জন, তা খতিয়ে দেখছে ক্যানিং থানার অধিকারিকরা। দু’পক্ষের তরফে থানায় দুটি মামলা রুজু হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ভাঙড়ের পর মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ক্যানিং, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি, গুলিবিদ্ধ ২
পঞ্চায়েতের মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে প্রতিদিন। বৃহস্পতিবার মনোনয়ন পেশকে কেন্দ্র করে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে বলে অভিযোগ, চলছে গুলি। জখম হয়েছেন বহু। কয়েকঘণ্টা ধরে চলছে অশান্তি। তারপর গোটা রাত পেরিয়েছে। এ দিন মোটের ওপর শান্ত ভাঙড়। তবে এখনও থমথমে এলাকা। নতুন করে অশান্তির দেখা না দিলেও আতঙ্কে ভাঙড়ের বাসিন্দারা। মোতায়েন রয়েছে পুলিশ।
এ দিকে তৃণমূলের দুই দলের মনোনয়ন পেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠছে ক্যানিং বাস স্ট্যান্ড এলাকা। অশান্তির কেন্দ্রবিন্দুতে তৃণমূলের দুটি গোষ্ঠী। একদলের বিরুদ্ধে অপরকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ। এরপরই চরমে ওঠে অশান্তি। ব্যাট, উইকেট নিয়ে শুরু হয় আক্রমণ, পালটা আক্রমণ। ঘটনাস্থলে প্রচুর পুলিশ, ব়্যাফ। তৃণমূলের একদলকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে।
অর্পিতা হাজরা