দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নির্দলে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ডেবরা ব্লকের ভোগপুর এলাকার দীর্ঘদিনের তৃণমুল কর্মী তারক নাথ ঘোষ। ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির বন ভূমি প্রদীপ করের বিরুদ্ধে তিনি নির্দলে লড়বেন বলে জানান। কিন্তু কেন?
আরও পড়ুন: বড় খবর! বহু ট্রেন বাতিল করল রেল! কোন কোন ট্রেন? চমকে যাবেন তালিকায়
advertisement
তাঁর অভিযোগ, ডেবরা ব্লকের ২২৪ নং ভোগপুর পশ্চিম বুথে প্রদীপ করের নেতৃত্বে তাঁর মনোনীত ব্যক্তিকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে৷ এবং প্রদীপ কর পুনরায় ৩৫ নং আসনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী হচ্ছেন। তাই তারক ঘোষ ৩৫ নং পঞ্চায়েত সমিতিতে প্রদীপ করের বিরুদ্ধে দাঁড়াবেন।
আরও পড়ুন: রাস্তায় পড়ে দুটি বস্তা, মারাত্মক দুর্গন্ধ! খুলতেই যা বেরোল, আঁতকে উঠল সকলে! এতগুলো প্রাণ…
গতকাল তিনি মনোনয়ন তুলেছেন। বৃহস্পতিবার তা জমা করবেন। অপরদিকে, এই বিষয়ে প্রদীপ কর কিছু না বললেও ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ মুখোপাধ্যায় জানান, ‘তারক ঘোষ দলের পুরনো কর্মী। ভুল বোঝাবুঝি একটা হয়েছে। বিষয়টি দেখতে হবে।’ পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর অজিত মাইতিও জানান, ‘নির্দল থেকে বিরত থেকে দলকে জানান। দল বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবে।’
দিগ্বিজয় মাহালি