Train Cancelled: বড় খবর! বহু ট্রেন বাতিল করল রেল! কোন কোন ট্রেন? চমকে যাবেন তালিকায়
- Published by:Raima Chakraborty
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Train Cancelled: জেনে নিন, আপনার ট্রেন বাতিল নয় তো?
গুয়াহাটি: রঙিয়া ডিভিশনের অন্তর্গত সরভোগ, পাতিলাদহ ও বিজনি
স্টেশনে পোস্ট নন-ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত
ট্রেনগুলির পরিষেবা বাতিল ও পথ পরিবর্তন করা হয়েছে।
advertisement
ট্রেন পরিষেবা বাতিল:
Ø ১৪ ও
১৫ জুন,
২০২৩ তারিখে
রওনা দেওয়ার
জন্য নির্ধারিত
০৫৮০৯ নং. (নিউ
বঙাইগাঁও-গুয়াহাটি)
প্যাসেঞ্জার, ০৫৮০৩
নং.
(নিউ
বঙাইগাঁও-গুয়াহাটি)
প্যাসেঞ্জার, ১৫৭৫৩/১৫৭৫৪ নং.
(আলিপুরদুয়ার
জং.-গুয়াহাটি-আলিপুরদুয়ার জং.)
সিফুং এক্সপ্রেস,
১৫৭৬৯/১৫৭৭০নং
(আলিপুরদুয়ার
advertisement
জং.-লামডিং-আলিপুরদুয়ার জং.)
ইন্টারসিটি এক্সপ্রেস
ও ০৫০২০
নং.
(গুয়াহাটি-মেন্দিপাথার) স্পেশাল
বাতিল থাকবে।
১৫
ও ১৬
জুন, ২০২৩
তারিখে রওনা
দেওয়ার জন্য
নির্ধারিত ০৫৮১০
নং.
(গুয়াহাটি-নিউ বঙাইগাঁও)
প্যাসেঞ্জার, ০৫৮০৪
নং.
(গুয়াহাটি-নিউ বঙাইগাঁও)
প্যাসেঞ্জার ও
০৫০১৯ নং.
advertisement
(মেন্দিপাথার-গুয়াহাটি) স্পেশাল
বাতিল থাকবে।
নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করা ট্রেনগুলি:
Ø ১৩ থেকে
১৫ জুন,
২০২৩ তারিখ
পর্যন্ত রওনা
দেওয়ার জন্য
নির্ধারিত ১২৪২৪
নং.
(নিউ
দিল্লি-ডিব্রুগড়)
রাজধানী এক্সপ্রেস,
১৫৬৫৭ নং.
(দিল্লি-কামাখ্যা) ব্রহ্মপুত্র
মেইল ও
১২৫০৬ নং.
(আনন্দ
বিহার টার্মিনাল-কামাখ্যা) নর্থইস্ট
এক্সপ্রেস।
আরও পড়ুন: রাস্তায় পড়ে দুটি বস্তা, মারাত্মক দুর্গন্ধ! খুলতেই যা বেরোল, আঁতকে উঠল সকলে! এতগুলো প্রাণ…
Ø ১২ থেকে
advertisement
১৪ জুন,
২০২৩ তারিখ
পর্যন্ত রওনা
দেওয়ার জন্য
নির্ধারিত ২০৫০৪
নং.
(নিউ
দিল্লি-ডিব্রুগড়)
রাজধানী এক্সপ্রেস।
Ø ১৪ জুন,
২০২৩ তারিখে
রওনা দেওয়ার
জন্য নির্ধারিত
১৫৯০৪ নং.
(চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেস।
কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করা ট্রেনগুলি:
Ø ১৩ থেকে
১৫ জুন,
২০২৩ তারিখ
পর্যন্ত রওনা
দেওয়ার জন্য
নির্ধারিত ১২৪২৩
advertisement
নং.
(ডিব্রুগড়-নিউ দিল্লি)
রাজধানী এক্সপ্রেস,
১২৫০৫ নং.
(কামাখ্যা-আনন্দ বিহার
টার্মিনাল) নর্থইস্ট
এক্সপ্রেস ও
১৫৬৫৮ নং.
(কামাখ্যা-দিল্লি) ব্রহ্মপুত্র
মেইল।
Ø ১৩ ও
১৪ জুন,
২০২৩ তারিখে
রওনা দেওয়ার
জন্য নির্ধারিত
২০৫০৩ নং.
(ডিব্রুগড়-নিউ দিল্লি)
রাজধানী এক্সপ্রেস।
এছাড়াও, সম্প্রতি ওড়িশায় দুর্ঘটনার জন্য ১৪ জুন, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৫৫২ নং. (কামাখ্যা-এসএমভিটি বাঙ্গালুরু) এক্সপ্রেস, ১৮ জুন, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ০২৬০৫ নং (গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ) একমুখী
advertisement
স্পেশাল, ১৫ জুন, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ০৭০৪৭ নং. (ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ) স্পেশাল, ১৯ জুন, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ০৭০৪৬ নং. (সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়) স্পেশাল বাতিল থাকবে।
আবীর ঘোষাল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2023 1:01 PM IST