West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল) Live Updates
২০২৩ সালের পঞ্চায়েত ভোটের দিন জেলায় জেলায় রক্তপাত, খুনোখুনি, হানাহানির ঘটনার খবর প্রকাশ্যে আসছে। রাজ্যে এখনও পর্যন্ত ভোটের বলি ১৯ জন! ভোট পরবর্তী হিংসায় সিপিআইএম কর্মীদের একাধিক বাড়িঘর-সহ দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির থানার ইনাতপুর এলাকায়।
advertisement
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল (West Bengal Panchayat Election Result 2023) Check LIVE
আরও পড়ুন: তৃণমূলকে ভোট দেওয়ায় বোমা বিস্ফোরণ! জখম দুই, মুর্শিদাবাদে কাঠগড়ায় কংগ্রেস
যদিও সিপিআইএম কর্মীদের তোলা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন তৃণমূল নেতৃত্বরা। তৃণমূল কর্মীদের হুমকির ভয়ে পরিবারের লোকজন বাড়িছাড়া বলে দাবি সিপিআইএম কর্মীদের। এই ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন: পঞ্চায়েতে বাংলায় মৃত্যুমিছিল, এখনও পর্যন্ত ১৫! হার মানবে ২০১৮-র সেই ভয়ঙ্কর স্মৃতিও?
ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে বাংলা। যেই উত্তাপের আঁচে পুড়েছে রাজ্যের আনাচ-কানাচ। গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরুর আগে থেকেই মুড়ি-মুড়কির মতো লাশ পড়তে শুরু করেছে একের পর এক। কেবল মুর্শিদাবাদেই পাঁচজন খুন হয়েছেন। রাজ্যজুড়ে নিহতর সংখ্যা ১৯। সবমিলিয়ে গণতন্ত্র প্রহসনে পৌঁছল রাজ্যের পঞ্চায়েত ভোট ২০২৩ -এ।
রাকিবুল ইসলাম