Panchayat Election 2023: তৃণমূলকে ভোট দেওয়ায় বোমা বিস্ফোরণ! জখম দুই, মুর্শিদাবাদে কাঠগড়ায় কংগ্রেস
- Published by:Teesta Barman
- local18
Last Updated:
Panchayat Election 2023: ঘটনায় অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে। যদিও কংগ্রেসের দিকে তোলা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন ব্লক কংগ্রেস নেতৃত্বরা। নির্বাচন হিংসার জেরে আতঙ্কে রয়েছেন রানীনগরের বাসিন্দারা।
রানীনগর, মুর্শিদাবাদ: তৃণমূলকে ভোট দেওয়ায় বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠল। পাশাপাশি বাড়িঘর লুট করার জন্য কাঠগড়ায় কংগ্রেস। বিস্ফোরণের জেরে জখম হয়েছেন দু’জন। ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে রানীনগরে।
ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। মুর্শিদাবাদের রানীনগর গ্রাম পঞ্চায়েতের চাকরান পাড়া এলাকায়। জানা যায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়ার অপরাধে এলাকায় সকাল থেকেই বোমাবাজি, বাড়িঘর লুটপাট চলেছে। এই ঘটনায় আহত হন দু’জন। আহতদের নাম বেগম বিবি এবং মেরেজ শেখ।
advertisement
advertisement
ঘটনায় অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে। যদিও কংগ্রেসের দিকে তোলা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন ব্লক কংগ্রেস নেতৃত্বরা। নির্বাচন হিংসার জেরে আতঙ্কে রয়েছেন রানীনগরের বাসিন্দারা। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী।
advertisement
ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে বাংলা। যেই উত্তাপের আঁচে পুড়েছে রাজ্যের আনাচ-কানাচ। গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরুর আগে থেকেই মুড়ি-মুড়কির মতো লাশ পড়তে শুরু করেছে একের পর এক। কেবল মুর্শিদাবাদেই পাঁচজন খুন হয়েছেন। রাজ্যজুড়ে নিহতর সংখ্যা ১৯। সবমিলিয়ে গণতন্ত্র প্রহসনে পৌঁছল রাজ্যের পঞ্চায়েত ভোট ২০২৩ -এ।
advertisement
রাকিবুল ইসলাম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 10:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023: তৃণমূলকে ভোট দেওয়ায় বোমা বিস্ফোরণ! জখম দুই, মুর্শিদাবাদে কাঠগড়ায় কংগ্রেস