West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
বাহিনীদের দৌড়নো ছবি ধরা পড়েছে ভিডিওতে। ভোট পর্ব শুরু হয়ে যাওয়ার এত পরে বাহিনী পৌঁছনো নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বোমা মেরে বুথ দখলের চেষ্টা! অনুব্রতহীন বীরভূমে দাপিয়ে বেড়াচ্ছে নির্দল।
আরও পড়ুন: ব্যালট বাক্স তুলে নিয়েই দে দৌড়… সোজা পুকুরের জলে! আরামবাগের ভিডিও ভাইরাল! দেখুন
advertisement
পঞ্চায়েত ভোট ঘিরে তুলকালাম বাংলায়। একের পর এক চমকে দেওয়া ছবি দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। কোথাও দেদার চলছে ছাপ্পা ভোট তো কোথায় রক্তাক্ত বুথ চত্বর। ইতিমধ্যেই গোটা বাংলায় আজ ভোটের বলি ১৩। এরইমধ্যে আরামবাগের ধামসায় এক অন্য ছবি দেখা গেল। ব্যালট বাক্স হাতে দৌড়োলেন একদল মানুষ। পুকুরে ফেলা হল সেই ব্যালট বাক্স। আক্রান্ত হন প্রিসাইডিং অফিসার।
আরও পড়ুন: লাশের পর লাশ…! রক্তের স্রোত জেলায় জেলায়…! সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল কত?
আরামবাগের এই বুথে দরজা ভেঙে ব্যালট বাক্স লুট করার অভিযোগ একাংশের বিরুদ্ধে। লুট করে ব্যালট বাক্স ফেলা হল পুকুরে। জল থেকে উদ্ধার দুটি ব্যালট বক্স। পুলিশ গিয়ে দুটি বক্স উদ্ধার করে পুনরায় ভোট কেন্দ্রে নিয়ে যায়। আরামবাগের ধামসা এলাকায় ছাপ্পা দেওয়ার অভিযোগে ব্যালট বাক্স জলে ফেলে দেয় বিজেপি সমর্থকরা। বিজেপির অভিযোগ ১৪১ নং বুথে ঢুকে তৃণমূল কর্মী সমর্থকরা ছাপ্পা দেয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূল ও বিজেপি সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শুভজিৎ ঘোষ