জানা গিয়েছে, ঘরে বসেই মোবাইল থেকে বিভিন্ন রকমের সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। রাজ্যের পঞ্চায়েত দফতরের তরফে বিশেষ অ্যাপ আনা হচ্ছে। সেটির মাধ্যমে স্থায়ী বাসিন্দা বা আয়ের জন্য সার্টিফিকেট পেতে আবেদন করা যাবে। মোট ৬ রকমের সার্টিফিকেট মিলবে।
সাত দিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করা হবে। সম্প্রতি পঞ্চায়েত দফতর এমনই সার্কুলার দিয়েছে। কাজে দ্রুততা আসলে উপকার পাবেন সকলে। এছাড়া বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের অধীনে যে সমস্ত গেস্টহাউস, হোম স্টে রয়েছে সেগুলিও অনলাইনে বুকিং করা যাবে। করা যাবে অনলাইন ট্যাক্স পেমেন্ট।
advertisement
তবে স্থানীয়রা সবথেকে বেশি লাভবান হবেন সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে। আবেদন করার সাত দিনের মধ্যে সার্টিফিকেট না পাওয়া গেলে তাঁরা সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানাতে পারবেন। যাঁরা অনলাইনে অভ্যস্ত নন, তাঁরা বাংলা সহায়তা কেন্দ্র থেকে আবেদন করতে পারবেন।
নবাব মল্লিক