রাজবংশের স্মরণে প্রতিষ্ঠিত হওয়া মহাবিদ্যালয়ের রজত জয়ন্তীর গৌরবোজ্জ্বল উদযাপন অনুষ্ঠানে সাক্ষী থাকলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী। এদিন মহাবিদ্যালয় চত্বরে থাকা স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এই বিশেষ অনুষ্ঠানের সূচনা হয়। একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান মঞ্চে ২৫ বছর পূর্তির কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে জঙ্গলে নিখোঁজ! ১০ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার গৃহবধূ
এদিনের এই রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া সিধু-কানু-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়াও যাদের অক্লান্ত পরিশ্রমে সেই সময় এই কলেজ স্থাপিত হয়েছিল তাঁদের অনেকেই আজ উপস্থিত হয়েছিলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাংসদ অরূপ চক্রবর্তী কলেজের জন্য সাংসদ তহবিল থেকে ২৫ লক্ষ টাকা বরাদ্দে একটি সোলার পাওয়ার প্রোজেক্ট দেওয়ার ঘোষণা করেন। এটি কলেজের বার্ষিক অতিরিক্ত বিল রোধে সহায়ক হবে বলে মনে করছেন অনেকেই। পঞ্চকোট মহাবিদ্যালয়ের এই রজত জয়ন্তী উদযাপন একটি স্মরণীয় মুহূর্ত। এই অনুষ্ঠান মহাবিদ্যালয়ের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।