মাছ ধরতে গিয়ে জঙ্গলে নিখোঁজ! ১০ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার গৃহবধূ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Missing Woman Found: গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন গৃহবধূ পূর্ণিমা দোলই (২৫)। জানা গিয়েছে, তিনি নদীর চরে মাছ ধরতে গিয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান
দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদারঃ মাছ ধরতে গিয়ে ১০ দিন জঙ্গলে নিখোঁজ। জীবিত অবস্থায় উদ্ধার গঙ্গাসাগরের ফুলবাড়ীর এক গৃহবধূ। ওই মহিলার নাম পূর্ণিমা দোলই (২৫)। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
গত ১ সেপ্টেম্বর তথা সোমবার থেকে নিখোঁজ ছিলেন সাগরের ফুলবাড়ী এলাকার গৃহবধূ পূর্ণিমা। জানা গিয়েছে, তিনি নদীর চরে মাছ ধরতে গিয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত আজ সকালে গঙ্গাসাগরের কশতলা এলাকার নদীর চরের জঙ্গল থেকে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ১০ দিন নিখোঁজ থাকার পর এদিন তাঁকে পাওয়া গেল।
advertisement
আরও পড়ুনঃ দুর্ভোগের শেষ নেই! বন্যার পর চোখ রাঙাচ্ছে…! পুজোর আগে ঘাটালে নয়া ‘আতঙ্ক’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দু’জন মৎস্যজীবী ওই জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন। তাঁরা পূর্ণিমাদেবীকে জঙ্গলের ভিতর পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ সাগর থানায় খবর দেওয়া হয়।
advertisement
এরপর পুলিশ এসে ওই গৃহবধূকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে সেদিন কি ঘটেছিল সেটা এখনও পরিষ্কার নয়। পূর্ণিমাদেবী সুস্থ হওয়ার পর বিষয়টি জানা যাবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 5:25 PM IST