তাঁর বয়ানে উঠে এসেছে চাঞ্চলকর তথ্য! প্রায় ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটছিল সুতন্দ্রাদের গাড়ি। নিয়ন্ত্রণ সামলাতে না পেরে গাড়ি উলটে গিয়ে মৃত্যু হয় নৃত্যশিল্পীর। ‘ইভটিজিং’-এর কোনও ঘটনা ঘটেনি। প্রথম দিনের কথা থেকে একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে নতুন তথ্য দিলেন গাড়িচালক!
গাড়িচালক রাজদেও শর্মা জানান, ‘ইভটিজিং’-এর ঘটনা তাঁর চোখে পড়েনি। সাদা গাড়ির চালক তাঁদের দিকে তাকিয়ে ছিল। সুতন্দ্রার কথাতেই বাবলু যাদবের গাড়িকে পিছু ধাওয়া করছিল গাড়িচালক রাজদেও শর্মা। তাঁর দাবি, সুতন্দ্রাই তাঁকে বাবলু যাদবের গাড়ির পিছনে ধাওয়া করতে বলেছিলেন! পিছু ধাওয়া করতে করতে তাঁদের গাড়ির গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারও উঠে গিয়েছিল বলে দাবি করেছেন সুতন্দ্রার গাড়িচালক। তাঁর বক্তব্য, গতিবেগ এতই বেশি ছিল যে, নিয়ন্ত্রণ হারিয়েই তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং উল্টে যায়।
advertisement
তিনি আরও জানান, সাদা গাড়ি তাদের ধাক্কা মেরেছিল। তখনই সুতন্দ্রা সেই গাড়িকে ধরতে বলে। রাজদেও বার বার চেষ্টা করেন এগিয়ে গিয়ে সেই গাড়ি থামাতে। কিন্তু পারেননি। পরে জাতীয় সড়ক ছেড়ে স্থানীয় রাস্তায় নেমে পরে সাদা গাড়িটি। রাজদেওর বয়ান, সুতন্দ্রাএ কথায় তিনি লোকাল রোডে গাড়ি নামান। গাড়ির গতিবেগ প্রায় ১০০ ছিল। তিনি সামলেই নিতেন, কিন্তু আচমকাই একটি টয়লেটের পিছনে ধাক্কা লাগায় উল্টে যায় গাড়ি।
সুতন্দ্রার মা তার মেয়ের মৃত্যুতে দুই গাড়ির সবাইকে দায়ী করেন। সবাইকে সন্দেহ করেন। পুলিশ ইতিমধ্যেই দুই গাড়ির সমস্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মারও গোপন জবানবন্দী নেওয়া হয়েছে। রাজদেও জানান, এই দুর্ঘটনার জন্য তারও খারাপ লাগছে।
গত রবিবার রাতে পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে চন্দননগরের বাসিন্দা, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা (২৭)-র। প্রাথমিক ভাবে অভিযোগ ওঠে, কয়েক জন মত্ত যুবক একটি সাদা গাড়িতে করে এসে সুতন্দ্রাদের নীল গাড়িটিকে বার বার ধাক্কা দেন। তার ফলেই উল্টে যায় সুতন্দ্রাদের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় তরুণীর। এই দাবি করেছিলেন ঘটনার সময় সুতন্দ্রার গাড়িতে থাকা সহকর্মীরা এবং গাড়িচালক।
পরে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে পুলিশ দাবি করে, রেষারেষির কারণেই গাড়ি দুর্ঘটনা ঘটেছিল পানাগড়ে। সুতন্দ্রাদের গাড়িটিকে বার বার ধাক্কা দেওয়ার অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে পুলিশের দাবি ছিল, তরুণীর গাড়িই যুবকদের সাদা গাড়িটিকে তাড়া করছিল ওই রাতে। কয়েকটি সিসি ফুটেজেও সুতন্দ্রার গাড়িটিকে যুবকদের গাড়ির পিছনে পিছনে যেতে দেখা গিয়েছে। সেই সময় সুতন্দ্রার গাড়ির গতিও বেশি ছিল।
সুতন্দ্রার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তাঁর দুই সহকর্মীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে আদালতে। ওই সাদা গাড়ির চালক বাবলুকে গ্রেফতারও করেছে পুলিশ।
রাহী হালদার