ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান ২ ব্লকের রবিভাগ পশ্চিমপাড়ায়। স্থানীয় ওই এলাকায় একটি খালে মাছ ধরার জন্য মুগরি বসিয়েছিলো গ্রামবাসী রাজু ধাড়া। পরেরদিন সকালে মুগরি তুলতে গিয়ে দেখেন দুটি বিষধর কেউটে সাপ আটকে পড়েছে। এলাকার সমাজসেবী রঞ্জিত জানা ও গ্রামবাসী কুন্তল ধাড়া সাপ উদ্ধারের জন্য খবর দেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য, বন্যপ্রান সংরক্ষনকারী চিত্রক প্রামানিক’কে। কিছুক্ষণের মধ্যেই চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না ও সুপ্রকাশ আদক ঘটনাস্থলে পৌঁছায়।
advertisement
ঘটনাস্থলের পাশেই রবিভাগ পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়। স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সাপ উদ্ধার ঘটনা ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে। ছাত্র ছাত্রীরা নিরাপদ দূরত্বে থেকে জোড়া বিষধর কেউটে সাপ উদ্ধার পর্যবেক্ষণ করে। সাপ উদ্ধারের পর চিত্রক, সুমন্ত, রঘুনাথ ও সুপ্রকাশ’রা ছাত্র ছাত্রী ও গ্রামবাসীদের সাপ রক্ষা করা ও সাপে কাটলে কি করনীয় সেই সম্বন্ধে সচেতন করেন। ছাত্র ছাত্রীরা বন্যপ্রান উদ্ধারকারীদের ছবিও তোলেন। স্কুলে নিয়ে গিয়ে বন্যপ্রাণ উদ্ধার বিষয়ে নানা গল্প। এমন একটা দিন স্মৃতি করে রাখতে ছাত্র-ছাত্রীরা তাদের খাতায় উদ্ধারকারীদের অটোগ্রাফ নেয়।
আরও পড়ুনঃ Nadia News: কিউ আর কোডে এবার গোটা বিদ্যালয়ের বই! জেলার প্রথম ডিজিটাল লাইব্রেরি
আগামী দিনে তাদের অনেকেই পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসতে চায়। বন্যপ্রান উদ্ধারকারী সুমন্ত দাস ও রঘুনাথ মান্না জানায়,”জীবনে বহু জায়গায় সাপ উদ্ধারে গিয়েছি। কিন্তু ছাত্র ছাত্রীদের যেভাবে ভালোবাসা পেয়েছি , এই উদ্ধার কাজটি সারাজীবন মনে থাকবে।” রবিভাগ পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৌশিক সাঁতরা জানান,”বর্তমানে পরিবেশ যেভাবে ভারসাম্য হারিয়ে ফেলছে সেখানে সাপ সহ সমস্ত বন্যপ্রানকে রক্ষা করতে হবে, গাছ লাগাতে হবে। আমরা আমাদের স্কুলে চিত্রক বাবুদের নিয়ে একটি পরিবেশ ও বন্যপ্রান সচেতনতা শিবির খুব শীঘ্রই আয়োজন করব। আমাদের ছাত্র ছাত্রীরা এই বিষয়ে ভীষন উৎসাহী।”
রাকেশ মাইতি