আশঙ্কাকে সত্যি প্রমাণ করে ব্রাহ্মণীর বাঁধ উপচে জল ঢুকল খড়গ্রাম ব্লকের একাধিক গ্রামে। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন।
ইতি মধ্যেই চাষের জমি জলের তলায়, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, জলমগ্ন রাস্তাঘাট। জানা গিয়েছে, ঝাঁঝরা কাদিপুর সর্বমঙ্গলা পুর দ্বারকা নদীর বাঁধ আগেই ভাঙা ছিল। এবং লাগাতার বৃষ্টির জেরে নদীর জল বয়ে এসে গ্রামে ঢুকতে শুরু করেছে। জলস্তর বৃদ্ধির কারণেই গ্রামের অন্যতম প্রধান রাস্তাঘাট বন্ধ। বাড়ির মধ্যে জল ঢুকে প্লাবিত গোটা গ্রাম।
advertisement
আরও পড়ুন: মালদহ, মুর্শিদাবাদের ভাঙ্গন রুখতে রিপোর্ট তৈরির কাজ শুরু, অর্থ দেবে কে? কেন্দ্রের সাহায্য?
ইতিমধ্যেই গ্রামে মাইকিং করা হয়। আর মাইকিং করার পরই বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। নিচু এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে উঁচু জায়গায় সামগ্রী সরিয়ে নিতে শুরু করেন। গবাদি পশুগুলিকে উঁচু জায়গায় বেঁধে আসেন। বাসিন্দারা জানিয়েছেন, শুধু প্রশাসনই নয়, গ্রামের মসজিদগুলি থেকেও মাইকিং করে তাঁদের সাবধানে থাকতে বলা হয়েছিল।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে অঘটন! ডুয়ার্সে হড়পা বানের তাণ্ডব, পাহাড়ি নদীতে তলিয়ে গেল আস্ত ট্রাক্টর!
খড়গ্রাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করা হয়। বিশেষ করে স্থানীয় পদমকান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সতর্কতা হিসেবে ব্লক চত্বরে একটি কন্ট্রোলরুমও খোলা হয়। খড়গ্রামের বিডিও মিলনী দাস জানিয়েছিলেন, এদিন বিকাল থেকেই দ্বারকা নদীর এলাকায় জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। তাই নদীর সীমানা লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের সাবধানে থাকতে বলা হয়েছে।





