মুর্শিদাবাদের গ্রামবাসীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন থেকে পদ্মা নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। অল্প অল্প করে ভাঙতে শুরু করেছে পদ্মার পাড়। এর ফলে ভীষণ ভাবে আতঙ্কিত হয়ে পড়েছে তারা। রাতের বেলায় ঘুম হচ্ছে না এলাকাবাসীদের। যে কোনও মুহুর্তে পদ্মায় বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে ভাঙন রোধের জন্য স্থায়ী কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সঠিকভাবে ভাঙন রোধের কাজ হচ্ছে না, বলে অভিযোগ উঠেছে।
advertisement
আরও পড়ুন: মুর্শিদাবাদে বুলডোজার…! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক বিল্ডিং, কেন এমন কড়া পদক্ষেপ
উল্লেখ করা যেতে পারে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লালগোলার তারানগর এলাকায় দীর্ঘদিন ধরে পদ্মা ভাঙন হচ্ছে। গতবছর পদ্মা ভাঙনের সময় নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের। বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত উল্লেখ্য, বর্ষার সময় জলস্তর বৃদ্ধি ও কমার সময় ভাঙনের গ্রাসে পড়ে নদী তীরবর্তী এলাকার মানুষজন। তবুও চোখে মুখে মুখে আতঙ্কের ছাপ নিয়েই তাদের দিন যাপন করতে হয়। ফলে ভাঙনের আতঙ্ক এখন প্রবল গ্রামের বাসিন্দাদের মধ্যে।
তন্ময় মন্ডল