TRENDING:

Paddy Farmers: ডিভিসি জল ছাড়ায় স্বস্তিতে কৃষকরা

Last Updated:

Paddy Farmers: ডিভিসির লেফট ব্যাঙ্ক মেন ক্যানেল ও রাইট ব্যাঙ্ক মেন ক্যানেল থেকে মোট ৬ হাজার কিউসেক জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: রুক্ষ জেলা হওয়ায় কৃষি কাজের ক্ষেত্রে বাঁকুড়ার চাষিদের দেশ সমস্যায় পড়তে হয়। বর্ষাকালে অন্যান্যবার কিছুটা সুবিধা হলেও এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি চিন্তা বাড়িয়েছে। নিম্নচাপের জেরে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনও বিস্তর ঘাটতি রয়েছে। ফলে আমন ধান চাষ করতে গিয়ে প্রচন্ড সমস্যায় পড়ছেন বাঁকুড়ার কৃষকরা। এই পরিস্থিতি থেকে তাঁদের কিছুটা রেহাই দিতে দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য জল ছাড়া শুরু করেছে ডিভিসি।
advertisement

সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, ডিভিসির লেফট ব্যাঙ্ক মেন ক্যানেল ও রাইট ব্যাঙ্ক মেন ক্যানেল থেকে মোট ৬ হাজার কিউসেক জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে কৃষিকাজের ক্ষেত্রে জলের অভাব অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাঁকুড়ার কৃষকরা।

আর‌ও পড়ুন: আম-কাঁঠালের দিন শেষ, বর্ষার রাজা আনারসের এই গুণগুলি জানেন?

advertisement

জুলাই মাস শেষ হতেও চলল এখনও সে অর্থে ভারি বৃষ্টিপাতের দেখা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে শষ্যগোলা পূর্ব বর্ধমান সহ বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলায় আমন চাষ অনেকটা পিছিয়ে রয়েছে। বৃষ্টির অভাবে বিস্তীর্ণ জমি এখনও অনাবাদী আছে। এই পরিস্থিতিতে সম্প্রতি ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়। সেই পরিকল্পনা অনুযায়ী দুর্গাপুর ব্যারেজের দু’পাশে থাকা সেচ খালে জল ছাড়া শুরু হয়েছছ।

advertisement

View More

জানা গেছে, প্রাথমিকভাবে ছয় হাজার কিউসেক জল ছাড়া হয়েছে রাইট ব্যাঙ্ক মেন ক্যানেল ও লেফট ব্যাঙ্ক মেন ক্যানেল থেকে। আপাতত ১২ থেকে ১৩ দিন ধরে এই জল ছাড়া হবে বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এর ফলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলায় আমন ধান চাষ গতি পাবে বলে আশাবাদী সব পক্ষই। দেরিতে হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য প্রথম দফার জল ছাড়া শুরু হওয়ায় আশায় বুক বাঁধছে কৃষকরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paddy Farmers: ডিভিসি জল ছাড়ায় স্বস্তিতে কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল