ধান চাষের শুরুর সময় থেকে যন্ত্রকে কাজে লাগিয়ে ধানের উৎপাদন শুরু করে কৃষি অফিসগুলি। প্রথমে ভর্তুকিতে ড্রোন দিয়ে তরল ওষুধ, সার ও বিষ স্প্রে করা হয়। পরে ধীরে ধীরে দেওয়া হয় পাওয়ারটিলার, ট্রাকটর, ইলেকট্রিক মটর সহ আরও অন্যান্য যন্ত্রপাতি। যার ফলে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষিতে যন্ত্রপাতির ব্যবহারের ফলে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে অনেকটাই।
advertisement
আরও পড়ুন: জল পান করতে এসেও শুকনো গলায় ফিরতে হচ্ছে হাতির দলকে, পরিচিত দৃশ্য দেখতে না পেয়ে হতাশ পর্যটকরা
সবমিলিয়ে কৃষি ক্ষেত্রে অত্যাধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। এই পদ্ধতির মাধ্যমে ধান চাষের শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রক্রিয়াই সুসম্পন্ন করা যাচ্ছে। আগামীদিনে কম সময়ে আরও বেশি ফসল উৎপাদন করতে এই পদ্ধতি কাজে লাগবে বলে মত কৃষি আধিকারিকদের। এবছর এই পদ্ধতি প্রয়োগ করে ভাল ফল মিলেছে বলে জানিয়েছেন তাঁরা।
নবাব মল্লিক