বর্ধমান সদর মহকুমার মধ্যে ১১টি রেলক্রসিং বন্ধ হবে। বাকি সাতটি ক্রসিং বর্ধমান দক্ষিণ মহকুমার মধ্যে রয়েছে।পূর্ব বর্ধমানের মতোই অন্যান্য জেলাতেও বেশ কিছু লেভেল ক্রসিং বন্ধ করা হবে। বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, রেল ক্রসিংগুলি বন্ধ করে ওভারব্রিজ তৈরি হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারতের যাত্রাপথে থাকা অন্যান্য জেলার রেলক্রসিংগুলিও ধাপে ধাপে বন্ধ করা হবে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেই এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করা হবে। ইতিমধ্যেই জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে রেল।
advertisement
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ওভারব্রিজ তৈরি করতে জমি নিয়ে কোনও সমস্যা হবে না। অধিকাংশ এলাকাতেই রেলের জমি রয়েছে। তালিতের মতো কয়েকটি জায়গায় অল্প জমি অধিগ্রহণের দরকার ছিল। তা আগেই করা হয়েছে। কোথাও জবরদখল থাকলে সরানো হবে। বর্ধমান স্টেশনে পুরনো রেল ওভারব্রিজ থেকেও জবরদখল সরিয়ে ভাঙার কাজ শুরু হয়েছে। একইভাবে অন্যান্য জায়গাতেও কাজ করা হবে।
আরও পডুন : এ বার মুর্শিদাবাদের পতাকা বিড়ির কারখানায় অভিযান আয়কর দফতরের আধিকারিকদের
রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান সদরের শক্তিগড় স্টেশনের আশপাশে চারটি লেভেল ক্রসিংটি বন্ধ করা হবে। বর্ধমান- খানা, তালিত-খানার মধ্যে থাকা রেলক্রসিংও বন্ধ করা হবে। কয়েক দিনের মধ্যে রেলের আধিকারিকরা জেলায় এসে ওই রেল ক্রসিংগুলি পরিদর্শন করবেন। তাঁরা প্রশাসনের সঙ্গেও বৈঠক করবেন।
তালিত বা খানার মতো এলাকায় ওভারব্রিজ তৈরি হলে যানজটের সমস্যা থেকেও মুক্ত পাওয়া যাবে। যাত্রীদের সুবিধার জন্য দ্রুত ওভারব্রিজ তৈরির কাজ শুরু হবে। জেলায় আরও কয়েকটি ওভারব্রিজ তৈরির সিদ্ধান্ত রেল আগেই নিয়েছিল। নতুন ওভার ব্রিজ তৈরি করার ক্ষেত্রে জমি পেতে যাতে সমস্যা না হয়, তারজন্য জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।