Anti Social Activities : সন্ধ্যা নামলেই চুরি, ছিনতাই! অসামাজিক কাজে অতিষ্ঠ নরেন্দ্রপুর থানার গড়িয়া স্টেশন এলাকা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

Last Updated:

Anti Social Activities : এলাকায় এলাকায় মাদক ব্যবসায়ীদের রমরমা। উঠতি যুবকদের নেশাগ্রস্ত করিয়ে দেওয়া একটা শ্রেণীর কাজ। যার ফলে অপরাধের সংখ্যা বাড়ছে এলাকায়। পুলিশের নিষ্পৃহতা বাড়িয়ে তুলছে অপরাধ।

এক অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে
এক অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে
গড়িয়া : দুপুর আর সন্ধ্যা নামলেই চুরি ছিনতাই।সন্ত্রস্ত গড়িয়া স্টেশনবাসী।অভিযোগ পেয়েও নরেন্দ্রপুর থানার পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।তবে সাইকেল চোর সন্দেহে একজনকে পুলিশের হাতে জনগণ তুলে দেওয়ার পর,পুলিশ তাকে নিয়েই কিছুটা তদন্ত করতে চাইছে।তবে চুরি ছিনতাই নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রতিদিন।
অভিযোগ, গত এক মাসে গড়িয়া স্টেশন এলাকায় প্রায় চল্লিশটি বাই সাইকেল চুরি হয়েছে।এমনকি এক দিনে তিনটির বেশি সাইকেল চুরি হয়েছে।এর মধ্যে সন্ধ্যাবেলায় গলা থেকে হার ছিনতাইয়ের মত ঘটনাও রয়েছে।এখন মোবাইল চুরি খুব সাধারণ বিষয় হয়ে গিয়েছে।যদিও বেশির ভাগ ক্ষেত্রে থানায় কোন অভিযোগ জমা হয়নি।  অভিযোগ, ২৯  জানুয়ারি দুপুরবেলা উজ্জ্বল সরকার তার সাইকেলটি সীতানাথ স্কুলের পাশে রেখে দিয়ে,একটি  কোচিং সেন্টারে ঢোকেন।পাঁচ মিনিট বাদে বেরিয়ে দেখেন তার সাইকেল নেই।
advertisement
আরও পড়ুন : এ বার মুর্শিদাবাদের পতাকা বিড়ির কারখানায় অভিযান আয়কর দফতরের আধিকারিকদের
পরে পাশের একটি ল্যাবরেটরির সিসিটিভির ফুটেজে দেখতে পান ,এক যুবক সাইকেলটি নিয়ে চলে যাচ্ছে।- তার আগে থেকেই ওই এলাকা থেকে বেশ কয়েকটি সাইকেল চুরি গেছে। সন্ধ্যাবেলা হলেই ছিনতাই বাড়ছে।দুষ্কৃতীদের উপদ্রবে অতিষ্ঠ এলাকার মানুষ জন।  উজ্জ্বল সরকার নরেন্দ্রপুর থানায় গিয়ে অভিযোগ জানালেও, কোন লাভ হয়নি। অন্যান্য যাদের সাইকেল চুরি গিয়েছে, তাদের বক্তব্য ,থানা নাকি তাদের জানিয়েছে,সাইকেল চুরির কোনো অভিযোগ হয় না।
advertisement
advertisement
আরও পড়ুন : মাঝ রাস্তায় চূড়ান্ত উত্তেজনা, টোটোচালক মেকানিকের মারামারির ভিডিও ভাইরাল
তার উপর থানায় জানিয়ে কোনও লাভ হয় না বলেই দাবি স্থানীয়দের।তাই বেশির ভাগ ক্ষেত্রে কোনো অভিযোগ জানতে চাইছে না কেউ।  ৭ ফেব্রুয়ারি, গড়িয়া স্টেশন সংলগ্ন ৪৫ নম্বর বাস স্ট্যান্ডের কাছ থেকে মোট তিনটে সাইকেল চুরি যায়।সেই নিয়ে সবাই বেশ সন্ত্রস্ত হয়ে ছিল।ছোট বটতলা এলাকা থেকে আবার একটি সাইকেল চুরি করার সময় ,চোরকে হাতেনাতে ধরে ফেলে। সকলের সন্দেহ হয়,ওই অভিযুক্ত বিকাশ সিংয়ের ওপর। যদিও তার কথায় বোঝা যাচ্ছিল এই চক্রের সঙ্গে আরও কেউ রয়েছে। তবে এখনও পুলিশ বিকাশকে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু এগোতে পারেনি বলেই খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anti Social Activities : সন্ধ্যা নামলেই চুরি, ছিনতাই! অসামাজিক কাজে অতিষ্ঠ নরেন্দ্রপুর থানার গড়িয়া স্টেশন এলাকা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement