TRENDING:

Dengue Prevention Program: কেবল শহরে নয়, গ্রামাঞ্চলেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ, মোকাবিলায় উদ্যোগ জেলা স্বাস্থ্য দফতরের

Last Updated:

Dengue Prevention Program: ডা. বিভাস রায় জানান, রাজ্যের অন্যান্য জেলার তুলনায় পরিসংখ্যান দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। কিন্তু গত বছরের তুলনায় এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা জেলায় বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: গ্রামাঞ্চলে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। মোকাবিলায় বিশেষ উদ্যোগ স্বাস্থ্য দফতরের। প্রতিবছর বর্ষাকাল এলেই ডেঙ্গির প্রকোপ বাড়ে। এ বছরও বর্ষায় তার অন্যথা হল না। রাজ্যে জুড়ে ডেঙ্গি নিয়ে চিন্তায় রাজ্য স্বাস্থ্য দফতর। ডেঙ্গি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য। সেই মতো পৌর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকাকে ডেঙ্গি মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পৌর এলাকায় ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। শুধু পৌর এলাকায় নয়, গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ডেঙ্গির প্রকোপ লক্ষ্য করা গিয়েছে। চলতি বছর পূর্ব মেদিনীপুর জেলার গ্রামাঞ্চলগুলিতে ডেঙ্গির প্রকোপ দেখা গিয়েছে। তাই একাধিক উদ্যোগ নিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: সীমান্তে সেনার উপর আতর্কিত হামলা! গুলি চালাতেই ৪.৫ কোটির সোনা ফেলে চম্পট পাচারকারী

advertisement

পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি ডেঙ্গির প্রকোপ রয়েছে কোলাঘাট, তমলুক ও শহীদ মাতঙ্গিনী ব্লকের পাশাপাশি পটাশপুর এলাকায়। পূর্ব মেদিনীপুরে সপ্তাহে ২৫ থেকে ৩০ জনের ডেঙ্গি ধরা পড়ছে। রাজ্যের অন্যান্য জেলার তুলনায় পূর্ব মেদিনীপুর জেলায় এই রোগের দাপট কম হলেও, চলতি বছর গ্রামাঞ্চলে ডেঙ্গির প্রাদুর্ভাব বেড়েছে। বর্ষার শুরুতেই ডেঙ্গি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার চালানোর পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। শুধু শহর অঞ্চলে নয়, গ্রামাঞ্চলেও ডেঙ্গি প্রতিরোধের একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও ডেঙ্গির প্রভাব বাড়ায় নড়ে চড়ে বসেছে প্রশাসন।

advertisement

View More

পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে ডেঙ্গি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. বিভাস রায় জানান, রাজ্যের অন্যান্য জেলার তুলনায় পরিসংখ্যান দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। কিন্তু গত বছরের তুলনায় এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা জেলায় বেশি। ডেঙ্গি মোকাবিলায় প্রতি সপ্তাহে একটি দিন বিশেষ কাজকর্ম করা হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি ড্রেন-নালা পরিষ্কার ও আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। এর পাশাপাশি আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি আক্রান্ত রয়েছে কিনা, তার স্ক্রিনিংয়ের কাজ করছে। গ্রামাঞ্চলগুলিতে বিশেষ নজরদারিও চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue Prevention Program: কেবল শহরে নয়, গ্রামাঞ্চলেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ, মোকাবিলায় উদ্যোগ জেলা স্বাস্থ্য দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল