আরও পড়ুন: চন্দ্রমল্লিকায় সাধের বাগান ভরিয়ে তুলতে জানুন গাছের সঠিক পরিচর্যা!
কলকাতা সংলগ্ন বাগুইআটি, হাতিয়ারা রোড এবং ভিআইপি রোডের মধ্য দিয়ে এদিন এই পদযাত্রা করা হয়। প্রায় আড়াই কিমি ব্যাপী এই পদযাত্রায় শতাধিক মানুষ অংশ নিয়েছিল। চিকিৎসক থেকে সাধারণ মানুষ, পদযাত্রায় অংশ নিয়ে ছিলেন ডায়াবেটিস রোগীরাও। ডায়াবেটিস রোগ থেকে সুস্থ থাকতে জীবনধারা পরিবর্তন ও হাঁটার পরামর্শ তুলে ধরে এদিন বার্তা দেওয়া হয়। এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও বহু মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করতেও দেখা যায়।
advertisement
বিনামূল্যে ডায়াবেটিস স্ক্রীনিংও করা হয়। সেখানে স্ত্রী পুরুষ নির্বিশেষে স্ক্রীন করা বহু মানুষের মধ্যে নতুন করে ডায়াবেটিসের মাত্রা চিহ্নিত করা হয়েছে বলেও জানানো হয়। যা অনেকেরই অজানা ছিল বলে জানান রোগীরা। স্বাস্থ্য শিবিরে ডায়াবেটিস এর পাশাপাশি শরীরে জটিল রোগ বাসা বাধার কারণ হিসেবে স্থূলতা এবং অতিরিক্ত ওজনেরও পরীক্ষা করা হয়। ডাইবেটিস রোগ কন্ট্রোলে রাখতে নানা পরামর্শ দেওয়া হয় বিশিষ্ট চিকিৎসকদের তরফ থেকে। বিশ্ব ডায়াবেটিস দিবসে এদিনের এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছে সমাজের বিভিন্ন মহল।
Rudra Nrayan Roy