North 24 Parganas News:  চন্দ্রমল্লিকায় সাধের বাগান ভরিয়ে তুলতে জানুন গাছের সঠিক পরিচর্যা!

Last Updated:

গাছের সঠিক পরিচর্যা না হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। জেনে নিন চন্দ্র মল্লিকায় কী করে ‌যত্ন করবেন।

+
চন্দ্রমল্লিকা

চন্দ্রমল্লিকা

বসিরহাট: বর্ষার পর এবং শীতের আগমনের ঠিক আগে হেমন্তের শিশির ঘ্রাণের পাশাপাশি রঙিন ফুলের শোভায় মেতে উঠতে চায় আপামর ফুল গাছ প্রেমীরা। আর সেজন্যই তড়িঘড়ি শীতের গাছ তৈরিতে ব্যস্ত হয়ে ওঠেন গাছপ্রেমীরা। ঠিক তেমনি ভাবে বসিরহাটের বিভিন্ন নার্সারিতে বাগানবিলাসীদের ভীড় লক্ষ্য করা গেল। তবে শীতের ফুল গাছ বলতে যার কথা সবার আগে উঠে আসে সেটি হল চন্দ্রমল্লিকা। শীতের মরশুমের ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা বেশ জনপ্রিয়। একে ‘শরৎ রানি’ নামেও অভিহিত করা হয়।
তবে এই গাছের সঠিক পরিচর্যা না হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। চন্দ্র মল্লিকায় সবচেয়ে বেশি ছত্রাক ঘটিত রোগ দেখা যায়। এর ফলে বাড়ন্ত গাছের নিচের দিকের পুরনো পাতায় প্রথমে এই রোগের লক্ষণ দেখা যায়। পাতার কিনারা থেকে ছোট ছোট গোলাকৃতির বাদামি দাগ শুরু হয় যা পরবর্তিতে বৃদ্ধি পায় এবং বাদামি রঙ পরিবর্তিত হয়ে কালো রঙের দাগে পরিণত হয়। অসময়ে বৃষ্টি এবং গাছে জল দেওয়ার সময় অতিরিক্ত জল গাছে লেগে গেলে খয়েরি-লাল-বাদামি দাগ দেখা যায়।
advertisement
advertisement
জন্য গাছে নিয়মিত নজরদারি, আক্রান্ত পাতাগুলি পরিষ্কার করে আক্রান্ত গাছকে উপড়ে ফেলে নিরাপদ জায়গায় ফেলা প্রয়োজন। গাছের পাতায় জল না দিয়ে গোড়ায় জল দেওয়া উচিত। যাতে গাছের পাতা শুকনো থাকে এবং গাছের গোড়ায় জল না জমে। চারা গাছ সংগ্রহের সময় রোগমুক্ত চারা নার্সারি থেকে সংগ্রহ করা উচিত। তবে গাছের প্রতি একটু যত্নশীল ও পরিচর্যার মাধ্যমে সুন্দর সতেজ গাছ তৈরি করতে পারবেন। এই পদ্ধতিতেই   শীতের শুরুর আগেই বাগান প্রেমীরা যে চন্দ্রমল্লিকায় সাধের বাগান ভরিয়ে তুলতে পারবেন।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News:  চন্দ্রমল্লিকায় সাধের বাগান ভরিয়ে তুলতে জানুন গাছের সঠিক পরিচর্যা!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement