অনুদীপ ফাউন্ডেশন এবং মায়ের প্রেরণা যৌথ উদ্যোগ রাজ্যে প্রায় ২৫০০ মানুষের উন্নত প্রযুক্তিতে তৈরি কৃত্রিম হাত পা লাগানো সম্ভব হয়েছে। এই আধুনিক প্রযুক্তিতে তৈরি অঙ্গ কাজের দারুণ উপযোগী। যদিও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে তারপরেও হাওড়ার এই শিবিরে সারা বাংলা থেকে মানুষ হাজির হয়েছে বেশ আগ্রহের সঙ্গে। এর প্রধান কারণ হল আরও উন্নত প্রযুক্তি ব্যবহারে হাত-পা প্রতিস্থাপন এখানে।
advertisement
আরও পড়ুন: মাংস কিনে বাড়ি ফিরছিল অটোচালক! রাস্তাতেই ঘটে গেল রহস্যজনক ঘটনা! বাকরুদ্ধ গোটা পরিবার
এ প্রসঙ্গে অঙ্গ প্রতিস্থাপন করতে আসা মানুষরা জানান, কৃত্রিম হাত বা পা বেশ সুবিধাজনক। তবে অধিকাংশ ক্ষেত্রে যে পা লাগান হয়। তা অনেকটা ভারী। ক্যাচার বা কোন অবলম্বন করে চলার থেকে কৃত্রিম হাত-পা সুবিধাজনক কিন্তু অনেক সময় কৃত্রিম অঙ্গ অনেক ভারী হওয়ার কারণে সমস্যা হয়। যে কারণে ব্যবহারকারীর বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। সেই দিক থেকে আধুনিক প্রযুক্তির এই কৃত্রিম অঙ্গ অনেক বেশি সুবিধাজনক এবং হালকা। যা ব্যবহার করা খুব সুবিধা হবে এবং কাজ করার উপযোগী হতে পারে। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় বালি নিশ্চিন্দা ফুটবল ক্লাবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে ফ্ল্যাগম্যান মনু জানান, বহু মানুষ যারা বিভিন্নভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়ে অঙ্গ হারিয়েছে। অঙ্গ হারিয়ে সম্পূর্ণ রূপে গৃহবন্দী হয়ে পরেছে। সেই সমস্ত মানুষকে স্বাভাবিক জীবন- যাপনের ছন্দে ফেরানোর লক্ষ্যে এই কর্মসূচি। এদিনের কর্মসূচিতে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিয়ে সবুজ সাথী আরজেএস ফাউন্ডেশন প্রত্যেক মানুষের হাতে একটি করে চারা গাছ তুলে দেয়।
রাকেশ মাইতি





