TRENDING:

Howrah News: আধুনিক প্রযুক্তিতে অঙ্গ প্রতিস্থাপন! বিশেষ ভাবে সক্ষমদের মূলস্রোতে ফেরাচ্ছেন ফ্ল্যাগ ম্যান

Last Updated:

Howrah News: কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে গৃহবন্দী মানুষকে কর্মঠ করার উদ্যোগ ফ্ল্যাগ ম্যান মনুর! এমন উদ্যোগ জেলায় প্রায় বিরলতম ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে গৃহবন্দী মানুষকে কর্মঠ করার উদ্যোগ ফ্ল্যাগ ম্যান মনুর! এমন উদ্যোগ জেলায় প্রায় বিরলতম ঘটনা। বিভিন্নভাবে অঙ্গ হারিয়ে যারা গৃহবন্দী হয়ে হয়ে রয়েছে, তাদের কাছে এই বার্তা যেন জীবনে নতুন সূর্যোদয়ের মত। বেশ কিছুদিন আগেই, সোশ্যাল মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপন শিবিরের প্রচারে সোশ্যাল মাধ্যমে পোস্ট। এরপরই বহু মানুষ যোগাযোগ করে মনুর সঙ্গে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সহযোগিতা পেতে হাওড়ায় হাজির এদিন। তবে শিশু থেকে ৩৫ বছর বয়সীদের বেছে নেওয়া হয় অঙ্গ প্রতিস্থাপনে। শিবিরে ডাক্তার বাবু এবং কৃত্রিম অঙ্গ তৈরি কারিগর উপস্থিত থেকে মাপঝোক নেন। এদিন প্রায় ১৫-২০ জনের মাপ নেওয়া হয়। নির্বাচিত ব্যক্তিদের আগামী এক মাসের মধ্যে আধুনিক প্রযুক্তিতে কম ওজন সম্পন্ন কৃত্রিম অঙ্গ দেওয়া হবে বলে জানান।
advertisement

অনুদীপ ফাউন্ডেশন এবং মায়ের প্রেরণা যৌথ উদ্যোগ রাজ্যে প্রায় ২৫০০ মানুষের উন্নত প্রযুক্তিতে তৈরি কৃত্রিম হাত পা লাগানো সম্ভব হয়েছে। এই আধুনিক প্রযুক্তিতে তৈরি অঙ্গ কাজের দারুণ উপযোগী। যদিও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে তারপরেও হাওড়ার এই শিবিরে সারা বাংলা থেকে মানুষ হাজির হয়েছে বেশ আগ্রহের সঙ্গে। এর প্রধান কারণ হল আরও উন্নত প্রযুক্তি ব্যবহারে হাত-পা প্রতিস্থাপন এখানে।

advertisement

আরও পড়ুন: মাংস কিনে বাড়ি ফিরছিল অটোচালক! রাস্তাতেই ঘটে গেল রহস্যজনক ঘটনা! বাকরুদ্ধ গোটা পরিবার

এ প্রসঙ্গে অঙ্গ প্রতিস্থাপন করতে আসা মানুষরা জানান, কৃত্রিম হাত বা পা বেশ সুবিধাজনক। তবে অধিকাংশ ক্ষেত্রে যে পা লাগান হয়। তা অনেকটা ভারী। ক্যাচার বা কোন অবলম্বন করে চলার থেকে কৃত্রিম হাত-পা সুবিধাজনক কিন্তু অনেক সময় কৃত্রিম অঙ্গ অনেক ভারী হওয়ার কারণে সমস্যা হয়। যে কারণে ব্যবহারকারীর বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। সেই দিক থেকে আধুনিক প্রযুক্তির এই কৃত্রিম অঙ্গ অনেক বেশি সুবিধাজনক এবং হালকা। যা ব্যবহার করা খুব সুবিধা হবে এবং কাজ করার উপযোগী হতে পারে। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় বালি নিশ্চিন্দা ফুটবল ক্লাবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ প্রসঙ্গে ফ্ল্যাগম্যান মনু জানান, বহু মানুষ যারা বিভিন্নভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়ে অঙ্গ হারিয়েছে। অঙ্গ হারিয়ে সম্পূর্ণ রূপে গৃহবন্দী হয়ে পরেছে। সেই সমস্ত মানুষকে স্বাভাবিক জীবন- যাপনের ছন্দে ফেরানোর লক্ষ্যে এই কর্মসূচি। এদিনের কর্মসূচিতে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিয়ে সবুজ সাথী আরজেএস ফাউন্ডেশন প্রত্যেক মানুষের হাতে একটি করে চারা গাছ তুলে দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: আধুনিক প্রযুক্তিতে অঙ্গ প্রতিস্থাপন! বিশেষ ভাবে সক্ষমদের মূলস্রোতে ফেরাচ্ছেন ফ্ল্যাগ ম্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল