ইউটিউব দেখে বাইরে থেকে এই গাছের চারা নিয়ে এসে তিনি পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু করলেও এখন প্রতিবছরই গাছে ফলছে ব্যাপক ফলন। আর তাই এই কমলালেবুর বাগান দেখতেই ভিড় জমছে, দূর-দূরান্ত থেকে আসা মানুষজনের। সোশ্যাল মিডিয়ার দৌলতে সমতলের এই কমলালেবুর বাগানের ছবি ছড়িয়ে পড়েছে চারদিকে। বাগানে এসে ঘুরে দেখার পাশাপাশি ছবিও তুলছেন সকলে। টক-মিষ্টি স্বাদের এই কমলা খেতেও বেশ অন্যরকম।
advertisement
স্থানীয় হাবরা ও অশোকনগরের বাজার সহ রাজ্যের নানা প্রান্তে এই কমলা লেবু পৌঁছে যাচ্ছে। আগামী দিনে এই কমলালেবুর বাগান দেখেই অন্যান্য চাষিরাও লাভবান হওয়ার আশায় কমলালেবু চাষে আগ্রহ প্রকাশ করবে বলেও মনে করছেন নার্সারি মালিক। প্রায় সাত আট বিঘে জমিতে প্রায় ৮-১০ রকম প্রজাতির কমলালেবু চাষ করা হচ্ছে। বর্তমানে গাছ ভরেছে কমলালেবুতে।
আরও পড়ুনঃ হোমস্টে ঘিরে কাঞ্চনজঙ্ঘা! সারাদিনের সঙ্গী নির্জনতা, প্রেম! হতেই পারে আপনার হানিমুন ডেস্টিনেশন
সারাদিনই প্রায় দূর-দূরান্ত থেকে আসা মানুষের আবদার মেটাতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সুধীর নার্সারীর মালিককে। বাগানে নিজে হাতেই অনেকে পেড়ে খাচ্ছেন কমলালেবু। অনেকেই আবার ব্যাগে করে কমলালেবু কিনে নিয়ে যাচ্ছেন। এই নার্সারি থেকে চাইলে আপনিও নিয়ে যেতে পারেন কমলালেবুর চারা। সব মিলিয়ে এখন সমতলের এই কমলালেবুর বাগান রীতিমতো আকর্ষণের কেন্দ্রে।
Rudra Narayan Roy