TRENDING:

Orange Orchard near Kolkata: দার্জিলিং নয়, কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই বিশাল কমলালেবুর বাগান, ভিড় জমাচ্ছে উৎসাহীরা

Last Updated:

Orange Orchard near Kolkata: সমতলের এই কমলালেবুর বাগান দেখতে এখন ভিড় মানুষের, বাগান ভর্তি শুধু কমলালেবুতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: কমলালেবুর বাগান দেখতে আর যেতে হবে না দার্জিলিং, এখন সমতলে এই কমলালেবুর বাগান দেখতেই দূরদূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন অশোকনগরে। কমলালেবু মূলত শীত প্রধান দেশে চাষ হয়। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে অশোকনগর বিধানসভার সেনডাঙ্গা এলাকার কেওসায় কয়েক বিঘে জমির উপর কমলালেবু ফলিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় মণ্ডল পরিবার। বেশ কয়েক বছর ধরেই পরীক্ষামূলকভাবে এই কমলালেবুর চাষ করলেও, এ বছর ফলন যেন দ্বিগুণ হয়েছে বলেই জানালেন নার্সারি মালিক নারায়ণ মণ্ডল। ফলে লাভও অনেকাংশে বাড়বে বলেও আশাবাদী তিনি।
advertisement

ইউটিউব দেখে বাইরে থেকে এই গাছের চারা নিয়ে এসে তিনি পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু করলেও এখন প্রতিবছরই গাছে ফলছে ব্যাপক ফলন। আর তাই এই কমলালেবুর বাগান দেখতেই ভিড় জমছে, দূর-দূরান্ত থেকে আসা মানুষজনের। সোশ্যাল মিডিয়ার দৌলতে সমতলের এই কমলালেবুর বাগানের ছবি ছড়িয়ে পড়েছে চারদিকে। বাগানে এসে ঘুরে দেখার পাশাপাশি ছবিও তুলছেন সকলে। টক-মিষ্টি স্বাদের এই কমলা খেতেও বেশ অন্যরকম।

advertisement

আরও পড়ুনঃ বছরের শুরুতেই দুরন্ত চমক! পর্যটকদের নিয়ে মাটি ছোঁবে ‘ডুয়ার্স এয়ারলাইন্স’! তৈরি ‘ডুয়ার্স এয়ারপোর্ট’, দেখুন ছবিতে…

স্থানীয় হাবরা ও অশোকনগরের বাজার সহ রাজ্যের নানা প্রান্তে এই কমলা লেবু পৌঁছে যাচ্ছে। আগামী দিনে এই কমলালেবুর বাগান দেখেই অন্যান্য চাষিরাও লাভবান হওয়ার আশায় কমলালেবু চাষে আগ্রহ প্রকাশ করবে বলেও মনে করছেন নার্সারি মালিক। প্রায় সাত আট বিঘে জমিতে প্রায় ৮-১০ রকম প্রজাতির কমলালেবু চাষ করা হচ্ছে। বর্তমানে গাছ ভরেছে কমলালেবুতে।

advertisement

আরও পড়ুনঃ হোমস্টে ঘিরে কাঞ্চনজঙ্ঘা! সারাদিনের সঙ্গী নির্জনতা, প্রেম! হতেই পারে আপনার হানিমুন ডেস্টিনেশন

সারাদিনই প্রায় দূর-দূরান্ত থেকে আসা মানুষের আবদার মেটাতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সুধীর নার্সারীর মালিককে। বাগানে নিজে হাতেই অনেকে পেড়ে খাচ্ছেন কমলালেবু। অনেকেই আবার ব্যাগে করে কমলালেবু কিনে নিয়ে যাচ্ছেন। এই নার্সারি থেকে চাইলে আপনিও নিয়ে যেতে পারেন কমলালেবুর চারা। সব মিলিয়ে এখন সমতলের এই কমলালেবুর বাগান রীতিমতো আকর্ষণের কেন্দ্রে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Orange Orchard near Kolkata: দার্জিলিং নয়, কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই বিশাল কমলালেবুর বাগান, ভিড় জমাচ্ছে উৎসাহীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল